নিউরোনের প্রকারভেদ
নিউরোনের প্রকারভেদ (Types of Neurone)
A. প্রবর্ধকের সংখ্যা অনুসারে বা গঠন অনুসারে নিউরোন বিভিন্ন প্রকারের হয়, যথা—
1. মেরুহীন বা অ্যাপোলার (Apolar)– কেনো প্রবর্ধক নেই।
2. ইউনিপোলার (Unipolar)- একটি অ্যাক্সন যুক্ত।
3. বাইপোলার (Bipolar)- একটি অ্যাক্সন ও একটি ডেনড্রন যুক্ত
4. সিউডোইউনিপোলার (Pseudounipolar)- দুটি প্রবর্ধক একটি স্থানে মিলিত থাকে।
5. মালটিপোলার (Multipolar)— একটি অ্যাক্সন ও একাধিক ডেনড্রনযুক্ত।
B. কার্য অনুসারে নিউরোন তিন প্রকারের হয়, যথা-
1. সংজ্ঞাবহ বা অন্তর্বাহী (Sensory or Afferent) নিউরোন : যে নিউরোন গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে।
2. আজ্ঞাবহ বা বহির্বাহী (Motor or Efferent) নিউরোন : যে নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে প্রেরণ করে।
3. অন্তবর্তী বা সহযোগী (Interconnecting or Adjustor) নিউরোন : নিউরোন সংজ্ঞাবাহ ও আজ্ঞাবাহ নিউরোনের মাঝে অবস্থান করে।
সংজ্ঞাবাহ ও আজ্ঞাবাহ নিউরোন প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এবং অন্তর্বর্তী নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে।