অণুচক্রিকা
অণুচক্রিকা বা থ্রম্বোসাইট (Platelets or Thrombocytes)
সংজ্ঞাঃ নিউক্লিয়াসবিহীন বর্ণহীন রক্ততঞ্চনে সহায়তাকারী চাকতির ন্যায় ক্ষুদ্র রক্তকণিকাকে অণুচক্রিকা বলে।
সংখ্যাঃ প্রতি ঘনমিমি রক্তে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ।
উৎপত্তিঃ লাল অস্থিমজ্জার মেগাক্যারিয়োসাইট কোশের বিচ্ছিন্ন ক্ষণপদ থেকে উৎপন্ন হয়।
আয়তনঃ গড় ব্যাস ব্যাস 2.5-5 m,
গঠনঃ (i) নিউক্লিয়াসবিহীন, (ii) কোশটি মাকুর মতো এবং বর্ণহীন (iii) সাইটোপ্লাজমে ভ্যাকুয়োল এবং 50-100টি গাঢ় দানা থাকে।
জীবনকালঃ এদের গড় আয়ু 3 দিন।
পরিণতিঃ এরা প্লীহা ও অন্যান্য স্থানের RE কোশ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়।
কাজঃ
- (i) তঞ্চন-কাটা স্থানে ভাঙা অণুচক্রিকা থেকে উৎপন্ন থ্রম্বোপ্লাস্টিন উৎসেচকের দ্বারা পোথ্রম্বিন থম্বিনে পরিণত হয়। এইভাবে রক্ততঞ্চনে সহায়তা করে।
- (ii) মেরামতি- ক্ষতিগ্রস্থ রক্তবাহের মেরামতি করে এবং রক্তবাহের সংকোচন ঘটায়।
একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মানঃ
- লোহিতকণিকা- 45-50 লক্ষ/cmm
- শ্বেতকণিকা- 6000-8000/cmm
- অণুচক্রিকা- 2.5-5 লক্ষ/cmm
- মোট শ্বেতকণিকা শতাংশে, নিউট্রোফিল- 60-70%
- ইয়োসিনোফিল- 1-4%
- বেসোফিল- 0-1%
- লিম্ফোসাইট- 20-30%
- মনোসাইট- 2-10%
- রক্তশর্করা- Postprandial (P. P)- 80-100 mg/dl, Fasting- 70-110 mg/dl, Random- 80-120 mg/dl
- হিমোগ্লোবিন- 13-15 gm/dl
- সিরাম ইউরিয়া- 15-40 mg/dl
- সিরামকোলেস্টেরল- 150-250 mg/dl
- সিরাম ক্রিয়াটিনিন- 0.5-1.5 mg/dl
- প্লাজমপ্রোটিন- 7.44 gm/dl
- E S R- 6.5 mm (প্রতি ঘন্টায়)
রক্তসম্পর্কিত কয়েকটি রোগঃ
রক্তাল্পতা (Anaemia) বা অলিগোসাইথিমিয়া (Oligocythemia) রক্তে লোহিতকণিকার স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া।
নরমোসাইটিক অ্যানিমিয়া- রক্তক্ষরণের ফলে লৌহের অভাবে।
সিকলসেল অ্যানিমিয়া- হিমোগ্লোবিনের গঠনের ত্রুটির জন্য O2 কম গ্রহণ করাতে লোহিতকণিকা কাস্তে আকৃতির ও ভঙ্গুর হলে।
পারনিসিয়াস অ্যানিমিয়া- ফোলিক অ্যাসিড ও ভিটামিন B12 এর অভাবে।
মেডিটেরানিয়ান বা কুলির অ্যানিমিয়া- থ্যালাসেমিয়া রোগে হমোগ্লোবিনের ত্রুটিতে লোহিতকণিকা ছোটো এবং অল্প আয়ুযুক্ত হলে।
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া- অস্থিমজ্জার ত্রুটির ফলে।
পলিসাইথেমিয়া (Polycythemia)- লোহিতকণিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া। (কলেরা রোগে বাড়ে)
লিউকোপেনিয়া (Leucopenia)- শ্বেতকণিকা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া।
লিউকোসাইথেমিয়া (Leucocythemia) বা লিউকোসাইটোসিস- শ্বেতকণিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া।
লিউকোমিয়া (Leukemia) বা ব্লাড ক্যান্সার- শ্বেতকণিকা 50 হাজার থেকে 1 লক্ষ/dl হলে।
থ্রম্বোসাইটোপেনিয়া (Thrombocytopenia) বা পারপিউরা- অণুচক্রিকা কমে যাওয়া।
থ্রম্বোসাইটোসিস (Thrombocytosis)- অণুচক্রিকা বেড়ে যাওয়া।
হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia)- রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া
হাইপারগ্লাইসেমিয়া (Hyperglycemia)- রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া।