প্রোজেস্টেরন
প্রোজেস্টেরন (Progesterone)
ক্ষরণস্থান :
ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম, প্লাসেন্টা ও অ্যাড্রিনাল কর্টেক্স।
কাজ :
- 1. নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রোপণ করতে সাহায্য করে।
- 2. ভ্রূণের বৃদ্ধি ঘটায় এবং প্রসব নালি প্রসারিত করে।
- 3. স্তনগ্রন্থির কোশের বৃদ্ধি ঘটায়।