ক্রোমোজোম
ক্রোমোজোম (Chromosome)
সংজ্ঞা :
নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) ও প্রোটিন (হিস্টোন ও অহিস্টোন) দ্বারা গঠিত সুতোর মতো যে গঠন জীবের বৈশিষ্ট্যের জন্য জিন ধারণ করে এবং বংশগতি, পরিব্যক্তি ও অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে তাকে ক্রোমোজোম বলে।
সংখ্যা :
প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট (ধ্রুবক) থাকে। দেহকোশে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় (দুটি করে একইরকম) অবস্থান করে অর্থাৎ দুটি সেট ক্রোমোজোম থাকে, তাই একে ডিপ্লয়েড (2n) কোশ বলে। জননকোশে একটি সেট ক্রোমোজোম থাকে। তাই একে হ্যাপ্লয়েড (n) কোশ বলে।
মিউকর ও অ্যাসকারিস-এ 2n = 2 (সবচেয়ে কম)। মটরে 2n = 14 ; বানরে 2n = 42 ; মানুষে 2n = 46 ; অ্যালাকান্থা নাম আদ্যপ্ৰাণীতে 2n = 1600 (সবচেয়ে বেশি)।