অণুজীব ও তার প্রকারভেদ
সংজ্ঞা (Definition)
জল, মাটি ও বায়ুতে বসবাসকারী সকল ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রোক্যারিয়োটিক বা ইউক্যারিয়োটিক কোশযুক্ত জীবকেই মাইক্রোবস্ বা অণুজীব বলে।
প্রকারভেদ (Types)
বিভিন্নপ্রকার অণুজীবগুলি হল :
মাইকোপ্লাজমা (Mycoplasma) : কোশপ্রাচীরবিহীন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যযুক্ত জীব।
রিকেটসিয়া (Rickettsia) : কোশপ্রাচীরযুক্ত, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যযুক্ত জীব।
ব্যাকটেরিয়া (Bacteria) : কোশপ্রাচীরবিহীন, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার বৈশিষ্ট্যযুক্ত জীব।
স্পাইরোকিটি (Spirochaete) : কোশপ্রাচীরবিহীন, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার বৈশিষ্ট্যযুক্ত জীব।
অ্যাকটিনোমাইসিটিস (Actinomycetes) : ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৈশিষ্ট্যযুক্ত জীব।
নীলাভসুবজ শৈবাল : আদি নিউক্লিয়াসযুক্ত, ব্যাকটেরিয়া ও ইউক্যারিয়োটিক শৈবালের বৈশিষ্ট্যযুক্ত জীব।
প্রোটোজোয়া (Protozoa) : আদর্শ নিউক্লিয়াসযুক্ত সকল এককোশী প্রাণী।
ছত্রাক (Fungi) : আদর্শ নিউক্লিয়াসযুক্ত, ক্লোরোফিলবিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ।
শৈবাল (Algae) : আদর্শ নিউক্লিয়াসযুক্ত, ক্লোরোফিলযুক্ত সমাঙ্গদেহী উদ্ভিদ।