উদ্ভিদের চলন (Movement in Plants)
অধিকাংশ উদ্ভিদের কোনো গমনাঙ্গ থাকে না, তাই তাদের গমন সম্ভব হয় না। কিন্তু তারা একস্থানে আবদ্ধ থাকলেও জৈবিক প্রয়োজনে অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করে, অর্থাৎ তাদের চলন ঘটে। কিছু উদ্ভিদ, যেমন-ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতির গমনাঙ্গ থাকায় এরা গমনে সক্ষম। উদ্ভিদের চলনকে প্রধানত দু-ভাগে ভাগ করা হয়- সামগ্রিক চলন ও বক্রচলন।
সামগ্রিক চলন (Movement of Locomotion):
কোনো উদ্ভিদ অথবা উদ্ভিদ থেকে উৎপন্ন স্পোর বা গ্যামেটের অঙ্গসঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করাকে সামগ্রিক চলন বলে।
উদাহরণ-ভলভক্স, ফার্নের শুক্রাণু প্রভৃতির চলন।
এটি দু-প্রকারের হয়, যথা-স্বতঃস্ফূর্ত ও আবিষ্ট সামগ্রিক চলন।
বক্রচলন (Movement of Curvature):
কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালনকে বা বেঁকে যাওয়াকে বক্রচলন বলে।
এটি দু-প্রকারের হয়। যথা-স্বতঃস্ফূর্ত ও আবিষ্ট চলন।