সুষুম্নাকান্ড
সুষুম্নাকাণ্ড (Spinal Cord) :
সুষুম্নাকাণ্ডটি মেরুদণ্ড গহ্বরের ভিতরে প্রথম বা দ্বিতীয় কটিদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত। এটি উপরের দিকে ফোরামেন ম্যাগনাম নামক মহাবিবর পথে সুষুম্নাশীর্ষকের সাথে যুক্ত। সুষুম্নাকাণ্ডের ভিতর যে নলাকার গহ্বর থাকে তাকে নিউরোসিল (Neurocoel) বলে। সুষুম্নাকাণ্ডের অন্তর্ভাগে ধূসর বস্তু এবং বহির্ভাগে শ্বেতবস্তু বর্তমান। সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তটি সরু চুলের মতো। একে ফাইলাম টার্মিনেল বলে।
কাজ :
- (i) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
- (ii) পেশি ও আন্তরযন্ত্রের কাজের সমন্বয় সাধন করে।
- (iii) দেহের সকল অঙ্গের সাথে মস্তিষ্কের যোগাযোগ রক্ষা করে।