ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা
অপকারী (harmful) ভূমিকা :
(1) ভিব্রিয়ো কলেরি (Vibrio cholerae) : কলেরা রোগ সৃষ্টি করে।
(2) মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি (Mycobacterium leprae) : কুষ্ঠরোগ সৃষ্টি করে।
(3) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস (Mycobacterium tuberculosis): যক্ষ্মারোগ সৃষ্টি করে।
(4) সালমোনেলা টাইফোসা (Salmonella typhosa) : টাইফয়েড রোগ সৃষ্টি করে।
(5) করিনিব্যাক্টেরিয়াম ডিপথেরি (Corynebacterium diptheriae) : ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে।
(6) ক্লসট্রিডিয়াম টিটানি (Colstridium tetani) : ধনুষ্টঙ্কার (টিটেনাস) রোগ সৃষ্টি করে।