আরশোলা (Cockroach)
আরশোলার গমনাঙ্গগুলি হল পা এবং দু-জোড়া ডানা।
পায়ের সাহায্যে হাঁটাঃ
(1) আরশোলা তিনজোড়া পায়ের যে-কোনো একদিকের প্রথম ও তৃতীয় পা এবং বিপরীত দিকের দ্বিতীয় পা একসাথে এগিয়ে নিয়ে যায় এবং পায়ের অগ্রভাগে নখর ও প্যাড ভূমির সাথে আটকাতে সহায়তা করে।
(2) অন্য তিনটি পা তখন দেহের ভার বহন করে।
(3) এরপর ভারবহনকারী পাগুলির একইভাবে চলন ঘটে।
ডানার সাহায্যে ওড়াঃ দু-জোড়া ডানার মধ্যে নীচের অর্ধস্বচ্ছ ও পাতলা ডানাজোড়া বক্ষাঞ্চলের পেশির (অগ্রপ্লুরাল) সংকোচন-প্রসারণের দ্বারা উড়তে সহায়তা করে।