logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

পায়রার অভিযোজন


পায়রার অভিযোজন (Adaptation of Pigeon)

পায়রা একটি মুখ্য খেচর প্রাণী। এর খেচর অভিযোজনগুলি নিম্নরূপ :

1. দেহাকৃতি (Body contour) :

  • (i) পায়রার দেহ মাকুর মতো হওয়ায় ওড়ার সময় বায়ুর রোধ কম হয়।
  • (ii) দেহের নিম্নাংশ ঊর্ধ্বাংশের তুলনায় ভারী এবং নৌকোর মতো আকৃতিযুক্ত হওয়ায় ওড়ার সময় রোধ কম হয়।
  • (iii) এছাড়া সহজে বাতাস কেটে এগিয়ে নিয়ে যেতে দেহের স্ট্রিমলাইন (Streamlines) বা বায়ুপ্রবাহের গতিরেখা সম্পূর্ণ করার জন্য পা-দুটি দেহের সাথে অনুভূমিকভাবে থাকে।

2. ডানা (Wings) :

  • (i) পায়রার অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত।
  • (ii) ডানার অগ্রভাগ মোটা ও পশ্চাদ্‌ভাগ ক্রমশ সরু।
  • (iii) ডানার উপরের পৃষ্ঠ উত্তল ও নিম্নপৃষ্ঠ অবতল এবং উড্ডয়ন পালকগুলি বিশেসভাবে বিন্যস্ত থাকায় ডানা অবনমনের সময় বাতাসের উপর চাপ বেশি পড়ে । তাই ডানা ভেসে থাকতে ও উড়তে সহায়তা করে।
  • (iv) ডানাকে বিভিন্ন দিকে বাঁকিয়ে ওড়ার পথ পরিবর্তন করতে পারে।

3. পালক (Feathers) :

  • (i) পায়রার সারাদেহ পালকে ঢাকা থাকে।
  • (ii) পালক তিন প্রকারের হয়। যথা—
    • (a) কন্টুর পালক- ডানা ও দেহের প্রধান পালক৷
    • (b) ফাইলোগ্লুম— চুলের বা চাবুকের মতো সূক্ষ্ম পালক ।
    • (c) ডাউন পালক— চক্রাকারে অবস্থিত বার্বযুক্ত (যেগুলি শাবকের দেহে থাকে) পালক।
  • (iii) পালকগুলি মসৃণ ও হালকা হওয়ায় ওড়ার সময় বাতাসের রোধ কম হয়।
  • (iv) পালকগুলো দেহের উপর তাপনিরোধক আবরণ সৃষ্টি করে এবং দেহকে প্লবতা দেয়।
  • (v) প্রতি ডানার 23টি করে রেমিজেস পালক উড্ডয়নে এবং লেজের 12টি রেক্‌ট্রিসেস পালক গতি রোধ করতে ও দিক পরিবর্তনে সহায়তা করে।
  • (vi) পালকগুলি বার্ব, বার্বিউল ও বার্বিসেল যুক্ত হওয়ায় বাতাসের চাপে ছিঁড়ে যায় না।

4. পেশি (Muscles) :

  • (i) পৃষ্ঠদেশের পেশির তুলনায় বক্ষদেশের পেশি থেকে অধিক উন্নত হওয়ায় ডানা সঞ্চালন সহজ হয়।
  • (ii) ডানা অবনমনের জন্য পেক্টোরালিস মেজর, কোরাকো- ব্রাকিয়ালিস প্রভৃতি পেশি আছে।
  • (iii) পেক্টোরালিস মাইনর প্রভৃতি পেশি ডানা উত্তোলনে সহায়তা করে।

5. গ্রীবা ও চঞ্চ (Neck and Beak) :

  • (i) পায়রার গ্রীবা দীর্ঘ ও নমনীয় হওয়ায় সবদিকে মস্তক ঘুরিয়ে চারিপাশের পরিবেশ সম্বন্ধে সচেতন হয়।
  • (ii) ঠোঁটদুটি সাঁড়াশির মতো চঞ্চুতে রূপান্তরিত হওয়ায় মাটির থেকে সহজে খাবার তুলে নিতে পারে।

6. অন্তঃকঙ্কাল (Endoskeleton) :

  • (i) পায়রার অন্তঃকঙ্কাল মজবুত এবং এর তাপ সহ্য করার ক্ষমতা বেশি।
  • (ii) অন্তঃকঙ্কাল বায়ুপূর্ণ স্পঞ্জের মতো হওয়ায় অত্যন্ত হালকা।
  • (iii) করোটির সাথে দাঁত নেই এবং করোটির অস্থিগুলি খুব পাতলা ও সংযোগবিহীন।
  • (iv) বক্ষপেশিকে ভালোভাবে ধরে রাখার জন্য স্টারনাম নৌকোর মতো কিল (keel) গঠন করে।
  • (v) শেষ থোরাসিক, লাম্বার, ন্যাজাল এবং কয়েকটি কডাল কশেরুকা একত্রিত হয়ে সিনস্যাক্রাম গঠন করে; যা দেহের ওজন বহন করে।

7. পৌষ্টিকতন্ত্র (Alimentary system ) :

  • (i) বেশি শক্তি প্রয়োজনের জন্য পায়রা বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং তা উন্নত পৌষ্টিকতন্ত্র দ্বারা সহজে পাচিত হয়।
  • (ii) পৌষ্টিকনালির ক্ষুদ্র ক্রপ অংশ খাদ্যসঞ্চয় এবং গিজার্ড অংশ খাদ্য বিচূর্নীকরণ করে।
  • (iii) ওজন কমাবার জন্য পায়রার দাঁত, পাকস্থলী ও পিত্তাশয় অনুপস্থিত।
  • (iv) মল সঞ্জয় না করার জন্য মলাশয় সরু ও খর্ব।

৪. শ্বসনতন্ত্র (Respiratory system) :

  • (i) উড্ডয়নের সময় বেশি পরিমাণ O2 এর চাহিদাপূরণের জন্য ৭টি বায়ুথলি আছে।
  • (ii) বায়ুথলিগুলি দেহের আপেক্ষিক গুরুত্ব কমাতে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

9. সংবহনতন্ত্র (Circulatory System) :

বেশি O2 -এর পরিবহনের জন্য লোহিত- কণিকার আকার বড়ো ও বেশি হিমোগ্লোবিনযুক্ত হয়।

10. মস্তিষ্ক (Brain) :

লঘুমস্তিষ্ক খুব উন্নত হওয়ায় সহজে ভারসাম্য নিয়ন্ত্রণ করে ।

11. চক্ষু (Eye) :

চক্ষুর অন্ধবিন্দুর সঙ্গে যুক্ত পেকটেন (Pecten) নামক একটি কালো প্লেট থাকে যা চোখের উপযোজনে সহাযতা করে বলে পায়রা দূর থেকেই সব ভালো দেখতে পায়।

12. মূত্রজননতন্ত্র (Urino-genital system) :

  • (i) স্ত্রী পায়রার ওজন কমানোর জন্য ডান ডিম্বাশয়, ডান ডিম্বনালি ও মূত্রথলি অনুপস্থিত।
  • (ii) পুরুষ পায়রার ওজন কমানোর জন্য মূত্রথলি ও শিশ্ন থাকে না।