পায়রার অভিযোজন
পায়রার অভিযোজন (Adaptation of Pigeon)
পায়রা একটি মুখ্য খেচর প্রাণী। এর খেচর অভিযোজনগুলি নিম্নরূপ :
1. দেহাকৃতি (Body contour) :
- (i) পায়রার দেহ মাকুর মতো হওয়ায় ওড়ার সময় বায়ুর রোধ কম হয়।
- (ii) দেহের নিম্নাংশ ঊর্ধ্বাংশের তুলনায় ভারী এবং নৌকোর মতো আকৃতিযুক্ত হওয়ায় ওড়ার সময় রোধ কম হয়।
- (iii) এছাড়া সহজে বাতাস কেটে এগিয়ে নিয়ে যেতে দেহের স্ট্রিমলাইন (Streamlines) বা বায়ুপ্রবাহের গতিরেখা সম্পূর্ণ করার জন্য পা-দুটি দেহের সাথে অনুভূমিকভাবে থাকে।
2. ডানা (Wings) :
- (i) পায়রার অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত।
- (ii) ডানার অগ্রভাগ মোটা ও পশ্চাদ্ভাগ ক্রমশ সরু।
- (iii) ডানার উপরের পৃষ্ঠ উত্তল ও নিম্নপৃষ্ঠ অবতল এবং উড্ডয়ন পালকগুলি বিশেসভাবে বিন্যস্ত থাকায় ডানা অবনমনের সময় বাতাসের উপর চাপ বেশি পড়ে । তাই ডানা ভেসে থাকতে ও উড়তে সহায়তা করে।
- (iv) ডানাকে বিভিন্ন দিকে বাঁকিয়ে ওড়ার পথ পরিবর্তন করতে পারে।
3. পালক (Feathers) :
- (i) পায়রার সারাদেহ পালকে ঢাকা থাকে।
- (ii) পালক তিন প্রকারের হয়। যথা—
- (a) কন্টুর পালক- ডানা ও দেহের প্রধান পালক৷
- (b) ফাইলোগ্লুম— চুলের বা চাবুকের মতো সূক্ষ্ম পালক ।
- (c) ডাউন পালক— চক্রাকারে অবস্থিত বার্বযুক্ত (যেগুলি শাবকের দেহে থাকে) পালক।
- (iii) পালকগুলি মসৃণ ও হালকা হওয়ায় ওড়ার সময় বাতাসের রোধ কম হয়।
- (iv) পালকগুলো দেহের উপর তাপনিরোধক আবরণ সৃষ্টি করে এবং দেহকে প্লবতা দেয়।
- (v) প্রতি ডানার 23টি করে রেমিজেস পালক উড্ডয়নে এবং লেজের 12টি রেক্ট্রিসেস পালক গতি রোধ করতে ও দিক পরিবর্তনে সহায়তা করে।
- (vi) পালকগুলি বার্ব, বার্বিউল ও বার্বিসেল যুক্ত হওয়ায় বাতাসের চাপে ছিঁড়ে যায় না।
4. পেশি (Muscles) :
- (i) পৃষ্ঠদেশের পেশির তুলনায় বক্ষদেশের পেশি থেকে অধিক উন্নত হওয়ায় ডানা সঞ্চালন সহজ হয়।
- (ii) ডানা অবনমনের জন্য পেক্টোরালিস মেজর, কোরাকো- ব্রাকিয়ালিস প্রভৃতি পেশি আছে।
- (iii) পেক্টোরালিস মাইনর প্রভৃতি পেশি ডানা উত্তোলনে সহায়তা করে।
5. গ্রীবা ও চঞ্চ (Neck and Beak) :
- (i) পায়রার গ্রীবা দীর্ঘ ও নমনীয় হওয়ায় সবদিকে মস্তক ঘুরিয়ে চারিপাশের পরিবেশ সম্বন্ধে সচেতন হয়।
- (ii) ঠোঁটদুটি সাঁড়াশির মতো চঞ্চুতে রূপান্তরিত হওয়ায় মাটির থেকে সহজে খাবার তুলে নিতে পারে।
6. অন্তঃকঙ্কাল (Endoskeleton) :
- (i) পায়রার অন্তঃকঙ্কাল মজবুত এবং এর তাপ সহ্য করার ক্ষমতা বেশি।
- (ii) অন্তঃকঙ্কাল বায়ুপূর্ণ স্পঞ্জের মতো হওয়ায় অত্যন্ত হালকা।
- (iii) করোটির সাথে দাঁত নেই এবং করোটির অস্থিগুলি খুব পাতলা ও সংযোগবিহীন।
- (iv) বক্ষপেশিকে ভালোভাবে ধরে রাখার জন্য স্টারনাম নৌকোর মতো কিল (keel) গঠন করে।
- (v) শেষ থোরাসিক, লাম্বার, ন্যাজাল এবং কয়েকটি কডাল কশেরুকা একত্রিত হয়ে সিনস্যাক্রাম গঠন করে; যা দেহের ওজন বহন করে।
7. পৌষ্টিকতন্ত্র (Alimentary system ) :
- (i) বেশি শক্তি প্রয়োজনের জন্য পায়রা বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং তা উন্নত পৌষ্টিকতন্ত্র দ্বারা সহজে পাচিত হয়।
- (ii) পৌষ্টিকনালির ক্ষুদ্র ক্রপ অংশ খাদ্যসঞ্চয় এবং গিজার্ড অংশ খাদ্য বিচূর্নীকরণ করে।
- (iii) ওজন কমাবার জন্য পায়রার দাঁত, পাকস্থলী ও পিত্তাশয় অনুপস্থিত।
- (iv) মল সঞ্জয় না করার জন্য মলাশয় সরু ও খর্ব।
৪. শ্বসনতন্ত্র (Respiratory system) :
- (i) উড্ডয়নের সময় বেশি পরিমাণ O2 এর চাহিদাপূরণের জন্য ৭টি বায়ুথলি আছে।
- (ii) বায়ুথলিগুলি দেহের আপেক্ষিক গুরুত্ব কমাতে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
9. সংবহনতন্ত্র (Circulatory System) :
বেশি O2 -এর পরিবহনের জন্য লোহিত- কণিকার আকার বড়ো ও বেশি হিমোগ্লোবিনযুক্ত হয়।
10. মস্তিষ্ক (Brain) :
লঘুমস্তিষ্ক খুব উন্নত হওয়ায় সহজে ভারসাম্য নিয়ন্ত্রণ করে ।
11. চক্ষু (Eye) :
চক্ষুর অন্ধবিন্দুর সঙ্গে যুক্ত পেকটেন (Pecten) নামক একটি কালো প্লেট থাকে যা চোখের উপযোজনে সহাযতা করে বলে পায়রা দূর থেকেই সব ভালো দেখতে পায়।
12. মূত্রজননতন্ত্র (Urino-genital system) :
- (i) স্ত্রী পায়রার ওজন কমানোর জন্য ডান ডিম্বাশয়, ডান ডিম্বনালি ও মূত্রথলি অনুপস্থিত।
- (ii) পুরুষ পায়রার ওজন কমানোর জন্য মূত্রথলি ও শিশ্ন থাকে না।