শ্বসনের কাজ
শ্বসনের কাজ (Functions of Respiration ) :
1. গ্যাসীয় বিনিময় (Gaseous exchange) : শ্বসনের ফলে ব্যাপন প্রক্রিয়ার প্রতিটি সজীব কোশের থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন কোশের মধ্যে প্রবেশ করে।
2. রেচন (Excretion) : শ্বসনের ফলে কিটোন বডি, অ্যামোনিয়া, অ্যালকোহল প্রভৃতি অপ্রয়োজনীয় উদ্বায়ী পদার্থগুলি জীবদেহ থেকে বেরিয়ে যায়।
3. দেহতাপ নিয়ন্ত্রণ (Regulation of body temperature) : নিশ্বাসবায়ুর সাথে তাপ বেরিয়ে গিয়ে দেহতাপ নিয়ন্ত্রণ হয়।
4. জলসাম্য নিয়ন্ত্রণ (Regulation of water balance) : নিশ্বাসবায়ুর সাথে জলীয় বাষ্প বেরিয়ে গিয়ে দেহের জলসাম্য নিয়ন্ত্রণ হয়।
5. অম্ল-ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ (Regulation of Acid-base balance) : CO2 দেহকোশে কার্বনিক অ্যাসিডরূপে থাকে। তাই কোশ থেকে CO2 অপসারিত করে বা জমা রেখে দেহে অল্প ও ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ হয়।
6. শোষণ (Absorption) : শ্বাস অঙ্গের মাধ্যমে বিভিন্ন গ্যাসীয় পদার্থ (যেমন– CO, NO) প্রানীদেহে শোষিত হয়।
7. হ্রদ্গতি নিয়ন্তণ (Regulatuion of Heart Rate) : শ্বাসক্রিয়া বৃদ্ধি পেলে হ্রদ্গতি ও হার্দ উৎপাত বেড়ে যায়।