অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ
অনাক্রমণাকরণ ও টিকাকরণ (Immunization and Vaccination)
দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে যে অ্যান্টিবডি গঠিত হয় তা ওই অ্যান্টিজেনকে প্রতিরোধ করে। অনেকক্ষেত্রে দেখা যায় একবার একটি রোগে আক্রান্ত হওয়ার পর উৎপন্ন অ্যান্টিবডি দ্বিতীয়বার ওই রোগের জীবাণু প্রবেশ করলে তাকে রোগাক্রমণ থেকে বিরত করে। এই ঘটনাকে অনাক্রম্যকরণ বলে। কৃত্রিম উপায়ে অনাক্রম্যকরণ গড়ে তোলার জন্য জীবাণুর দেহ বা দেহাংশ ব্যবহৃত হলে সেই ঘটনাকে টিকাকরণ বলে।
⚫অনাক্রম্যকরণ (Immunization) :
কোনো ব্যক্তির দেহে প্রাকৃতিক উপায়ে অজানিত ভাবে কোনো রোগসৃষ্টিকারী জীব (অ্যান্টিজেন) প্রবেশ করলে অথবা কৃত্রিম উপায়ে জীবাণুর (মৃত বা শক্তি হ্রাসপ্রাপ্ত) প্রবেশ ঘটিয়ে দেহে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে পরবর্তীকালে ওই রোগ প্রতিরোধ করার ব্যবস্থাকে অনাক্রম্যকরণ বা ইমিউনাইজেশন বলে।
⚫টিকা (Vaccine) :
রোগ প্রতিরোধ করতে ব্যবহৃত কোনো মৃত বা শক্তি হ্রাসপ্রাপ্ত (attenuated) জীবাণু, জীবাণুর দেহাংশ, জীবাণুর দ্বারা উৎপন্ন টক্সিন (Toxins) বা অ্যান্টিবডি প্রভৃতির নিলম্বনকে (Suspension) টিকা বা ভ্যাক্সিনেশন বলে।
⚫টিকাকরণ (Vaccination) :
যে উপায়ে দেহচর্মের মধ্য দিয়ে বা মুখবিবরের মধ্য দিয়ে টিকা বা ভ্যাক্সিন প্রবেশ করিয়ে রোগ-প্রতিরোধ করা হয় তাকে টিকাকরণ বা ভ্যাক্সিনেশন বলে। 1796 খ্রিস্টাব্দে ড. এডওয়ার্ড জেনার (Dr. Edward Jenner) গোবসন্তের (cow- ভাইরাস (vaccinia) থেকে প্রথম মানুষের গুটি বসন্তের (smallpox) টিকা (vac cine) আবিষ্কার করেন। লুইস পাস্তুর (Louis Pasteur, 1897) জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এবং বর্তমানে বহু বিজ্ঞানী বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের টিকা আবিষ্কার করেছেন।
বিভিন্ন টিকা (Different vaccine) :
(1) BCG (Bacillus Calmette Guerin) : যক্ষ্মারোগের টিকা।
(2) DPT (Diptheria Pertussis Tetanus) বা ট্রিপল অ্যান্টিজেন (Tripple Antigen) : এটি ডিফথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাসের একত্রিত টিকা।
(3) MMR (Measles Mumps Rubella) : এটি হাম, মাপমস্ এবং জার্মান হামের একত্রিত টীকা।
(4) TOPV (Trivalent Oral Polio Vaccine) : এটি পোলিয়ো টিকা।
(5) এছাড়া জলাতঙ্ক, হেপাটাইটিস—B, ইনফ্লুয়েঞ্জা, গুটিবসন্ত, পীতজ্বর, কলেরা, প্লেগ, নিউমোনিয়া প্রভৃতির টিকাও আছে।
⚫কেবলমাত্র পোলিয়োর টিকা খাওয়ানো হয়, বাকি সব চর্মে প্রবেশ করানো হয়।
⚫BCG জন্মের পরই দেওয়া হয়।
⚫DPT জন্মের পর 1 মাস, 2 মাস, 3 মাস ও 16-24 মাস বয়সে পরপর দেওয়া হয়।
⚫MMR জন্মের 9 মাস পর দেওয়া হয়।
⚫TOPV খাওয়ানো হয় DTP দেওয়ার সময়েই।