মস্তিষ্ক
মস্তিস্ক (Brain) :
সুষুন্নাকান্ডের শীর্ষদেশে করোটির মদ্ধ্যে অবস্থিত যে স্ফীতকায় অংশটি বুদ্ধি, চিন্তা, স্মৃতি প্রভৃতি নিয়ন্ত্রন করে, তাকে মস্তিস্ক বলে।
মস্তিস্কের ওজন 1.36 কিগ্রা; আয়তন 1500 ঘনসেমি এবং এটি 10 শতকোটি (1011) নিউরোন ও তার বহুগুন নিউরোগ্লিয়া নিয়ে গঠিত।
মস্তিস্কের ভিতরে চারটি প্রকোস্ট বা নিলয় (Ventricle) থাকে। ডান ও বাম গুরুমস্তিস্ক খন্ডের ভিতরে অবস্থিত প্রথম ও দ্বিতীয় নিলয় দুটি ডায়েনসেফালনের ভিতরে অবস্থিত তৃতীয় নিলয়ের সাথে মনোরোর ছিদ্র (Foramen of Monore) দ্বারা যুক্ত থাকে। তৃতীয় নিলয়টি অ্যাকুইডাক্ট অব সিলভিয়াস (Aqueduct of Sylvius) নামক নালি দ্বারা রম্বেনসেফানলের ভিতরে অবস্থিত চতুর্থ নিলয়ের সাথে যুক্ত থাকে । মস্তিস্কের অন্তর্ভাগে শ্বেতবস্তু এবং বহির্ভাগে ধূসর বস্তু থাকে।
A. অগ্রমস্তিস্ক বা প্রোসেনসেফালন (Forebrain or Procencephalon) :
এটি টেলেনসেফালোন বা প্রান্তমস্তিস্ক এবং ডায়েনসেফালন বা আন্তর মস্তিস্ক নিয়ে গঠিত ।
(a) টেলেনসেফালন বা প্রান্তমস্তিষ্ক (Telencephalon) : এর অংশগুলি নিম্নরূপ :
(i) গুরুমস্তিষ্ক (Cerebrum) : এটি মস্তিষ্কে সবচেয়ে বৃহৎ অংশ। এটি ডান ও বাম দুটি গুরুমস্তকীয় গোলার্ধে বা সেরিব্রাল হেমিস্ফেয়ার-এ (Cerebral hemisphere) বিভক্ত। গোলার্ধ দুটি নীচের দিকে করপাস ক্যালোসাম (Corpus Callosum) নামক যোজক দ্বারা যুক্ত থাকে। প্রতি গোলার্ধে চারটি প্রধান ও বহু গৌণ খাঁজ থাকে যেগুলিকে সালকাস (sulcus) বলে। দুটি খাঁজের মাঝের ভাঁজকে জাইরাস (gyrus) বলে। প্রধান চারটি খাঁজ দ্বারা উভয় গোলার্ধ পাঁচটি করে খণ্ডে বিভক্ত; যথা— (1) সম্মুখখণ্ড (frontal lobe), (2) তালুখণ্ড (parietal lobe), (3) পার্শ্বখণ্ড (temporal lobe), (4) পশ্চাদখণ্ড (occipital lobe) ও (5) পাদখণ্ড (limbic lobe)। গুরুমস্তিষ্কের অন্তর্ভাগ বা সেরিব্রাল মেডালা শ্বেতবস্তু* (white matter) দ্বারা গঠিত এবং বহির্ভাগ বা সেরিব্রাল কর্টেক্স ধূসর বস্তু** (grey matter) দ্বারা গঠিত।
(ii) রেখামস্তিষ্ক (Corpus striatum) : এটি গুরুমস্তিষ্কের নীচে ভিতরের দিকে থ্যালামাসের পার্শ্বে ও সম্মুখে অবস্থিত কডেট নিউক্লিয়াস, পুটামেন ও গ্লোবস প্যালিডাস নিয়ে গঠিত।
(iii) নাসামস্তিষ্ক (Rhinencephalon) : এটি মস্তিষ্ককাণ্ডের নাভি অঞ্চলে আংটির মতো অবস্থান করে। এই অংশটিকে লিম্বিকতন্ত্রও বলে।
(b) ডায়েনসেফালন বা আন্তরমস্তিষ্ক (Diencephalon) : এর অংশগুলি নিম্নরূপঃ
(i) থ্যালামাস (Thalamus) : এটি তৃতীয় নিলয়ের দুপাশে অবস্থিত।
(ii) হাইপোথ্যালামাস (Hypothalamus) : এটি তৃতীয় নিলয়ের নীচে অবস্থিত।
(iii) এপিথ্যালামাস (Epithalamus) : এটি তৃতীয় নিলয়ের উপরে অবস্থিত।
(iv) মেটাথ্যালামাস (Metathalamus) : এটি হাইপো ও এপিথ্যালামাসের মাঝে অবস্থিত।
B. মধ্যমস্তিষ্ক বা মেসেনসেফালন (Midbrain or Mesencephalon) :
এটি তৃতীয় ও চতুর্থ নিলয়ের মাঝে অ্যাকুইডাক্ট অব সিলভিয়াকে ঘিরে অবস্থিত। এর অংশগুলি হল :-
(a) টেকটাম (Fectum) : অ্যাকুইডাক্ট অব সিলভিয়াসের পৃষ্ঠদেশে অবস্থিত।
(b) গুরুমস্তকীয় স্নায়ুদণ্ড (Cerebral peduncle) : অ্যাকুইডাক্ট অব সিলভিয়াসের অঙ্কদেশে অবস্থিত।
C. পশ্চাৎমস্তিষ্ক বা রম্বেনসেফালন (Hind brain or Rhombencephalon) :
এটি পরামস্তিষ্ক বা মেটেনসেফালন এবং সুষুম্নাশীর্ষক বা মায়োলেনসেফালন নিয়ে গঠিত।
་(a) মেটেনসেফালন বা পরামস্তিষ্ক (Metencephalon) : এর অংশগুলি নিম্নরূপঃ *
(i) লঘুমস্তিষ্ক (Cerebellum) : এটি পশ্চাৎমস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ। এটি সুষুম্নাশীর্ষক ও পনসের পৃষ্ঠদেশে অবস্থিত। এটি ডান ও বাম দুটি লঘুমস্তকীয় অর্ধগোলক বা সেরিবেলার হেমিস্ফেয়ার-এ (Cerebellar hemisphere) বিভক্ত। গোলার্ধদুটি ভারমিস (vermis) নামক যোজক দ্বারা যুক্ত থাকে।
(ii) পন্স (Pons) : এটি মধ্যমস্তিষ্কের সাথে লঘুমস্তিষ্ক ও সুষুম্নাশীর্ষককে যুক্ত রাখে। তাই একে সেতুমস্তিষ্কও বলে।
(b) মায়েলেনসেফালন বা সুষুম্নাশীর্যক বা মেডালা অবলংগাটা (Myelencephalon or Medalla ablongata) :
এটি পন্স ও সুষুম্নাকাণ্ডের মাঝে অবস্থিত শাঙ্কবাকার অংশ। এর ভিতর চতুর্থ নিলয় অবস্থিত।
প্রোসেনসেফালন মেসেনসেফালন রম্বেনসেফালনমস্তিষ্কে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজ
নং | বিভাগ | উপবিভাগ | |
---|---|---|---|
১ | টেলেন-সেফালন | গুরুমস্তিষ্ক | (i) বুদ্ধি, চিন্তা, স্মৃতি, ব্যক্তিত্ব প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ; (ii) চাপ, তাপ, শ্রবণ, দর্শন প্রভৃতি অনুভূতির সর্বোচ্চ স্তরের সমন্বয়; (iii) চেষ্টীয় ক্রিয়ার প্রধান কেন্দ্রস্থল; (iv) প্রান্তীয় স্নায়ুপ্রবাহ গ্রহণ ও প্রেরণ। |
রেখামস্তিষ্ক | গুরুমস্তিষ্ক থেকে উৎপন্ন চেষ্টীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ। ঘ্রাণ, অনুভূতি গ্রহণ ও স্বয়ংক্রিয় কাজ নিয়ন্ত্রণ। | ||
নাসামস্তিষ্ক | ঘ্রাণ, অনুভূতি গ্রহন ওস্বয়ংক্রিয় কাজ নিয়ন্ত্রন। | ||
২ | ডায়েন-সেফালন | থ্যালামাস | চাপ, তাপ, স্পর্শ, বেদনা প্রভৃতি অনুভূতি দেহের বিভিন্ন স্থান থেকে গ্রহণ করে গুরুমস্তিষ্কে প্রেরণ। |
হাইপোথ্যালামাস | ক্ষুধা, তৃষ্মা, নিদ্রা, হাসি, কান্না, ক্রোধ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ। | ||
এপিথ্যালামাস | ঘাণানুভূতি ও বিভিন্ন আন্তরযন্ত্রীয় কাজ নিয়ন্ত্রণ। | ||
মেটাথ্যালামাস | দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ। | ||
টেকটাম | দর্শন, শ্রবণ ও দেহের উষ্মতা নিয়ন্ত্রণ। | ||
সেরিব্রাল পেডাঙ্কল | অক্ষিগোলকের বিচলন ও আলোকপ্রতিবর্ত নিয়ন্ত্রণ। | ||
৩ | মেটেন-সেফালন | লঘুমস্তিষ্ক | (i) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ; (ii) ঐচ্ছিক গমন নিয়ন্ত্রণ। |
পন্স | সুষুম্নাকাণ্ড, লঘুমস্তিষ্ক, মধ্যমস্তিষ্ক প্রভৃতির সাথে স্নায়ুসংযোগ স্থাপন। | ||
৪ | মায়েলেন-সেফালন | মেডালা অবলংগাটা | শ্বসন, লালাক্ষরণ, বমন, হৃৎপিণ্ডের সংকোচন, ঘর্মনিঃসরণ প্রভৃতি নিয়ন্ত্রণ । |