উদ্ভিদের শ্বাসঅঙ্গ
উদ্ভিদের শ্বাসঅঙ্গ (Respiratory Organs of Plants)
উদ্ভিদের কোনো নির্দিস্ট শ্বাস-অঙ্গ নেই । নিম্নশ্রেনির উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ ব্যাপন প্রক্রিয়ায় O2 এবং CO2 আদানপ্রদান করে । উচ্চশ্রেণির উদ্ভিদে কয়েকটি অঙ্গের মাধ্যমে গ্যাসীয় আদানপ্রদান হয় ।
যেমন —- (1) পত্ররন্ধ্র (Stomata), (2) কান্ডরন্ধ্র (Lenticel), (3) কিউটিকল (Cuticle) এবং বিশেষ ক্ষেত্রে (সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদে) শ্বাসমূল (Pneumatophore)।