অ্যামিবা (Amoeba)
(1) এককোশী অ্যামিবার প্রোটোপ্লাজমের থেকে অস্থায়ী প্রবর্ধক সৃষ্টি হয়। একে ক্ষণপদ (Pseudopodia) বলে।
(2) ক্ষণপদ গমনের উদ্দেশ্যে নির্দিষ্ট দিকে বাড়তে থাকে।
(3) সল-জেল মতবাদ (Mast, 1925) অনুসারে ক্ষণপদের মধ্যে প্রোটোপ্লাজম ‘সল’ থেকে ‘জেল’ অবস্থায় এবং পেছনের দিকের প্রোটোপ্লাজম ‘জেল’ থেকে ‘সল’ অবস্থায় পরিণত হয়।
(4) পোলার্ড (Pollard, 1970)-এর মতে প্রোটোপ্লাজমে উপস্থিত Ca++ আয়ন এবং অ্যাকটিন ও মায়োসিন তন্তুর স্ক্রিয়তায় ‘সল’ ও ‘জেল’ দশার মধ্যে পরিবর্তন ঘটে এবং পেছনের দিকের প্রোটোপ্লাজম ক্ষণপদের দিকে এগিয়ে যায়; ফলে অ্যামিবার ধীরগতিতে (5μm/sec) চলন ঘটে। এর গমন পদ্ধতির নাম অ্যামিবয়েড গমন।