logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

জীবন বিজ্ঞান চর্চা

জীবন বিজ্ঞান

সালোকসংশ্লেষ

সংক্ষিপ্ত বিবরণ সালোকসংশ্লেষের বিক্রিয়া CO2 এর উৎস ও ভূমিকা জলের উৎস ও ভূমিকা ক্লোরোফিলের উৎস ও ভূমিকা সূর্যালোকের উৎস ও ভূমিকা সালোকসংশ্লেষের অন্যান্য উপাদান সালোকসংশ্লেষের স্থান সালোকসংশ্লেষের সময় ও পদ্ধতি আলোক দশা অন্ধকার দশা গ্লুকোজের পরিনতি সালোকসংশ্লেষের প্রভাবক সালোকসংশ্লেষের তাৎপর্য সালোকসংশ্লেষ ও শক্তিপ্রবাহ জেনে রাখা ভালো

শ্বসন

সংক্ষিপ্ত বিবরণ শ্বসনের স্থান ও সময় শ্বসনবস্তু ও শক্তি সবাত শ্বসন অবাত শ্বসন সন্ধান শ্বসন নিয়ন্ত্রক প্রভাবক উদ্ভিদের শ্বাসঅঙ্গ প্রাণীদের শ্বাসঅঙ্গ মানুষের শ্বাসকার্য প্রক্রিয়া শ্বসনের তাৎপর্য শ্বসনের কাজ জেনে রাখা ভালো

পুষ্টি

সংক্ষিপ্ত বিবরণ খাদ্য শর্করা প্রোটিন স্নেহপদার্থ বা চর্বি খনিজ লবণ ভিটামিন বা খাদ্যপ্রাণ ভিটামিন A ভিটামিন D ভিটামিন E ভিটামিন K ভিটামিন B কমপ্লেক্স ভিটামিন C পুষ্টিতে জলের ভূমিকা স্বভোজী উদ্ভিদের পুষ্টি পরভোজী উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টির অত্যাবশ্যকীয় মৌল উপাদান প্রাণীর পুষ্টি হলোজোয়িক পুষ্টি উৎসেচক বিপাক শক্তির চাহিদা ও সুষম খাদ্য জেনে রাখা ভালো

সংবহন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের সংবহন প্রাণীর সংবহন জেনে রাখা ভালো

চলন ও গমন

সংক্ষিপ্ত বিবরণ
কয়েকটি প্রাণীর গমন পদ্ধতি
অ্যামিবা কেঁচো আরশোলা মাছ মানুষের দ্বিপদীগমন অন্যান্য প্রাণী
উদ্ভিদের চলন ও গমন
উদ্ভিদের চলন স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক চলন স্বতঃস্ফূর্ত বক্রচলন আবিষ্ট বক্রচলন জেনে রাখা ভালো

রেচন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদের রেচন উদ্ভিদের রেচন পদার্থ গঁদ রজন ট্যানিন তরুক্ষীর বান তৈল বা উদ্‌বায়ী তৈল জৈব অ্যাসিড ধাতব কেলাস উপক্ষার গ্লাইকোসাইড প্রাণীর রেচন প্রাণীর প্রধান রেচনঅঙ্গ মানুষের রেচন-অঙ্গ বৃক্ক ত্বক ফুসফুস যকৃৎ লালাগ্রন্থি অন্ত্র জেনে রাখা ভালো

স্নায়ুতন্ত্র

সংক্ষিপ্ত বিবরণ স্নায়ুতন্ত্রের বিবর্তন স্নায়ুতন্ত্রের উপাদান নিউরোন বা স্নায়ুকোশ নিউরোনের প্রকারভেদ নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস স্নায়ু স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নাকান্ড করোটিয় স্নায়ু সুষুম্নীয় স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র জেনে রাখা ভালো

জ্ঞানেন্দ্রিয়

সংক্ষিপ্ত বিবরণ চক্ষু বা দর্শনেন্দ্রিয় কর্ণ বা শ্রবণেন্দ্রিয় নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় জিহ্বা বা স্বাদেন্দ্রিয় ত্বক বা স্পর্শেন্দ্রিয় জেনে রাখা ভালো

হরমোন

সংক্ষিপ্ত বিবরণ উদ্ভিদ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অক্সিন,জিব্বারেলিন ও সাইটোকাইনিনের পার্থক্য কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় ব্যাবহারিক প্রয়োগ প্রাণী হরমোন অগ্রপিটুইটারি নিঃসৃত হরমোন ইনসুলিন থাইরক্সিন আড্রিনালিন বা এপিনেফ্রিন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন জেনে রাখা ভালো

কোশ ও কোশবিভাজন

সংক্ষিপ্ত বিবরণ ক্রোমোজোম ইউক্যারিয়োটিক ক্রোমোজোম অটোজোম, সেক্সক্রোমোজোম ও জিন কোশ বিভাজন কোশচক্র মাইটোসিস উদ্ভিদকোশে মাইটোসিস প্রাণীকোশে মাইটোসিস সাইটোকাইনেসিস জেনে রাখা ভালো

জনন ও বংশগতি

জনন অঙ্গজজনন অযৌনজনন যৌনজনন অপুংজনি জনুক্রম বংশগতি সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল বংশগতিবিদ্যায় ব্যবহৃত তথ্য মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা বংশগতিসংক্রান্ত মেন্ডেলের সূত্র গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি মানুষের লিঙ্গ-নির্ধারণ মেন্ডেলীয় তত্বের ব্যাতিক্রম জেনে রাখা ভালো

অভিব্যাক্তি বা বিবর্তন

সংক্ষিপ্ত বিবরণ জৈব অভিব্যক্তির প্রমাণসমূহ অঙ্গসংস্থানিক ও শারীরস্থানিক প্রমাণ জীবাশ্মঘটিত প্রমাণ অভিব্যক্তির তত্বাবলি ল্যামার্কবাদ ডারউইন পরিব্যক্তিবাদ জেনে রাখা ভালো

অভিযোজন

সংক্ষিপ্ত বিবরণ অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক উদ্ভিদের অভিযোজন পদ্মের অভিযোজন ক্যাকটাসের অভিযোজন সুন্দরীর অভিযোজন প্রাণীর অভিযোজন রুইমাছের অভিযোজন পায়রার অভিযোজন জেনে রাখা ভালো

ভাইরাস, অণুজীব, রোগ ও স্বাস্থ্য

ভাইরাস ভাইরাসের শ্রেণিবিভাগ ব্যাকটেরিয়োফাজ রোগসৃষ্টিকারী ভাইরাস ভাইরাসের সংক্রমণ পদ্ধতি অণুজীব ও তার প্রকারভেদ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা ব্যাকটেরিয়ার অপকারী ভূমিকা ছত্রাক প্রোটোজোয়া রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান বাহকের দ্বারা সৃষ্ট রোগ রক্ত সঞ্চারণের দ্বারা বাহিত রোগ সাধারণ বীজঘ্ন এর ব্যবহার অনাক্রমণ্যকরণ ও টিকাকরণ জেনে রাখা ভালো

পরিবেশ, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ

পরিবেশ জৈব ভূরাসায়নিক চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র নাইট্রোজেন চক্র বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কার্যপদ্ধতি খাদ্যশৃঙ্খল খাদ্যজাল পুষ্টিগঠন বাস্তুসংস্থানগত পিরামিড বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একটি পুকুরের বাস্তুতন্ত্র সংরক্ষণ জলসংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ বনসংরক্ষণ বন্যজীবন সংরক্ষণ ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরন্য বিলুপ্ত ও লুপ্তপ্রায় প্রাণী জেনে রাখা ভালো

আলোক দশা


সালোকসংশ্লেষের প্রথম যে পর্যায়টি আলোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে, তাকে আলোকদশা বলে।

এই দশার প্রয়োজনীয় উপাদানগুলি হল সূর্যালোক, জল, ক্লোরোফিল, NADP+ ADP ও iP । এই দশায় উৎপন্ন হয় NADPH + H+, ATP এবং O2।

আলোকদশায় বিভিন্ন ঘটনাগুলি নিম্নরূপ :

1. আলোক শোষণ এবং ক্লোরোফিলের সক্রিয়তা :

সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত বা সক্রিয় হয় এবং উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন নির্গত করে জারিত হয়।

ক্লোরোফিল দুটি রঙ্গকতন্ত্রে অবস্থান করে, PSI ও PSII।

PSI (Photosystem–I or Pigment System–I) :

এতে প্রায় 300 রঙ্গকতন্ত্রে এগুলি হল ক্লোরফিল–a, ক্যারোটিন, জ্যান্থোফিল প্রভৃতি; যার বিক্রিয়াকেন্দ্রে (Reaction Centre) একটি সক্রিয় ক্লোরফিল–a থকে থাকে P–700 বলে।

PSII (Photosystem–II or Pigment System–II)–

এতে প্রায় 100 রঙ্গক থাকে। এগুলি হল ক্লোরোফিল–b, ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরফিল–a প্রভৃতি; যার সক্রিয় ক্লোরোফিল–a- কে p-680 বলে।

সলোকসংশ্লেষে লাল (650-760 nm) এবং নীল (430-470 nm) আলোক সবচেয়ে কার্যকর।

2. ফটোলাইসিস (Photolysis) এবং অক্সিজেন উৎপাদন :

সক্রিয় জারিত ক্লোরোফিল জল ভেঙ্গে ইলেকট্রন (e) গ্রহণ করে। সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল কর্তৃক জলের ভাঙনকে (H+, C- ও O2 -তে ) ফটোলাইসিস বলে। জল ভেঙে যে অক্সিজেন উৎপন্ন হয় তা গ্যাসরূপে বেরিয়ে যায়।

সূর্যালোক

2H2O ----> 4H++4e +O2

ক্লোরোফিল

3. বিজারিত NADP (অর্থাৎ NADPH + H+) গঠন (Formation of NADPH + H+ ) :

ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন এবং জলের ভাঙনে উৎপন্ন H+ আয়ন NADP+ -এর সাথে যুক্ত হয়ে NADPH + H+ গঠন করে।

NADP+ + 2H+ + 2e- --> NADPH + H+

পূর্বে মনে রাখা হত জল H+ ও OH- আয়নে ভাঙে এবং 4টি OH থেকে এক অনু O2 উৎপন্ন হয়। কিন্তু তাহলে 6 অণু O2 উৎপন্ন হতে 24 অনু জল ভাঙতে হত ; যা আসলে ঘটে না।

4. ফটোফসফোরাইলেশন (Photophosphory ) :

সূর্যালোকের প্রভাবে ক্লোরোফিল থেকে নির্গত তেজোময় ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্য দিয়ে যাওয়ার সময় যে শক্তি ছেড়ে দেয় তার দ্বারা ADP ও iP যুক্ত হয়ে উচ্চশক্তিসম্পন্ন ATP তৈরি হয়। এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বা সালোকসংশ্লেষীয় ফসফোরীভবন বলে।

এটি দু-প্রকারের — চক্রাকার ও অচক্রাকার।

সূর্যালোক

ADP + iP ---> ATP

7.3 Kcal

ফটোলাইসিস (Photolysis) :

যে প্রক্রিয়ায় সুর্যালোক শোষণ করে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন (H+) ইলেকট্রন (e) এবং অক্সিজেনে ( O2) ভেঙে দেয়, তাকে ফটোলাইসিস বলে।

হিলবিক্রিয়া (Hill Reaction) :

বিজ্ঞানী রোবিন হিল (Robin Hill, 1937) আলোকের উপস্থিততে ভাঙন এবং অক্সিজেন উৎপাদন যে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন, তাকে হিল বিক্রিয়া বলে।

সূর্যালোক

2H2O + 2 পটাশিয়াম ফেরিক ---> 2 পটাশিয়াম ফেরাস অক্সালেট + O2

অক্সালেট ক্লোরোপ্লাস্ট

হিলবিকারক (Hill Reagent):

রোবিন হিল ব্যবহৃত পটাশিয়াম ফেরিক অক্সালেটকে এবং উদ্ভিদে উপস্থিত NADP -কে হিলবিকারক বলে।

ফোটন (Photons) কণা ও কোয়ান্টা (Quanta) :

তড়িৎচুম্বকীয় বিচ্ছুরণ রূপে সূর্যালোক যখন শূন্য মাধ্যমে যায় তখন তরঙ্গরূপে ব্যবহার করে, কিন্তু যখন কোনো বস্তুর উপর পড়ে তখন কণার স্রোতরূপে ব্যবহার করে ; ওই তেজোময় কণাকে ফোটন কণা বলে। ফোটন মধ্যস্থ শক্তির প্রকাশকেই কোয়ান্টা বলে।

কোয়ান্টাজোম (Quantosome) :

ক্লোরোপ্লাস্টিডের গ্রানার থাইলাকয়েডের মধ্যে যে ছোটো ছোটো চ্যাপটা ক্লোরোফিলপূর্ণ বটিকা থাকে, তাকে কোয়ান্টোজোম বলে।

ফটোফসফোরাইলেশন (Photophosphorylation) :

আলোকশক্তির দ্বারা সালোকসংশ্লেষের আলোকদশায় ADP -এর সাথে iP যুক্ত হয়ে উচ্চশক্তিসম্পন্ন ATP তৈরির পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলে।