গ্লুকোজের পরিনতি (Fate of Glucose)
দিনের বেলা সবুজ কোশে সালোকসংশ্লেষে যে দ্রবণীয় গ্লুকোজ উৎপন্ন হয় তা অদ্রবণীয় শ্বেতসারে পরিনত হয়ে সাময়িকভাবে জমা থাকে। ফলে গ্লুকোজের ঘনত্ব বেড়ে সালোকসংশ্লেষে ব্যাঘাত ঘটায় না।
আলোক ও অন্ধকার দশার পার্থক্য
নং | আলোকদশা | অন্ধকারদশা |
---|---|---|
১ | ক্লোরোপ্লাস্টিডের গ্রানা অঞ্চলে ঘটে। | ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে ঘটে । |
২ | সূর্যালোক জল ও ক্লোরোফিল প্রয়োজন । | CO2 ও RuBP প্রয়োজন ; সূর্যালোক ও ক্লোরোফিল প্রয়োজন নয় । |
৩ | NADPH + H- ,ATP ও O2 উৎপন্ন হয়। | NADP- , ADP, iP ও গ্লকোজ উৎপন্ন হয় ; O2 উৎপন্ন হয় না । |
৪ | PSI ও PSII –এর মাধ্যমে ইলেকট্রন পরিবহনের দ্বারা ঘটে । | কেলভিন চক্রের মাধ্যমে ঘটে। |
সালোকসংশ্লেষ ও অঙ্গার আত্তীকরণের পার্থক্য
নং | সালোকসংশ্লেষ | অঙ্গার আত্তীকরণ |
---|---|---|
১ | আলোক অবশ্যই প্রয়োজন। | আলো প্রয়োজন নয়। |
২ | ক্লোরোফিল প্রয়োজন। | ক্লোরোফিল প্রয়োজন নয়। |
৩ | এই প্রক্রিয়ায় সৌরশক্তির দ্বারা খাদ্য উৎপন্ন হয়। | এই প্রক্রিয়ায় রাসায়নিক শক্তির দ্বারা খাদ্য উৎপন্ন হয়। |
৪ | অক্সিজেন উৎপন্ন হয়। | অক্সিজেন উৎপন্ন হয় না। |