সংক্ষিপ্ত বিবরণ
কোশ ও কোশবিভাজন (Cell and Cell division)
সূচনা (Introduction)
আবরণবেষ্টিত প্রোটোপ্লাজমকে বলে কোশ যা জীবের গঠনগত ও কার্যগত একক। কোশের প্রোটোপ্লাজমের প্রধান অংশ দুটি হল নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। নিউক্লিয়াসসহ কোশের সমগ্র অংশের বৃদ্ধির ফলে কোশ পরিণত হয়ে একসময় দু-ভাগ হয়ে যায়। এই ঘটনাকেই কোশবিভাজন বলে। কোশবিভাজনের সময় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। প্রতিটি জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোশ থেকে। এককোশীদের ক্ষেত্রে কোশ ভাগ হলে দুটি এককোশী জীব সৃষ্টি হয়। বহুকোশীদের ক্ষেত্রে একটি কোশ বারবার ভাগ হয়ে বহুকোশ উৎপন্ন করে।
কোশবিভাজন প্রক্রিয়াটি বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ( W. Flemming, 1880 ) স্যালামান্ডারের দেহে প্রথম পর্যবেক্ষণ করেন।
কোশের সংজ্ঞা (Definition of cell)
কোশ হল স্বপ্রজননশীল আবরণবেষ্টিত নিউক্লিয়াসযুক্ত সাইটোপ্লাজম যা জীবদেহের তথা জীবনের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক।
কোশ প্রধানত দু-প্রকারের হয়, যথা—আদি নিউক্লিয়াসযুক্ত কোশ (প্রোক্যারিয়োটিক কোশ) ও আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোশ (ইউক্যারিয়োটিক কোশ) ।
প্রোক্যারিয়োটিক ও ইউক্যারিয়োটিক কোশ
প্রোক্যারিয়োটিক কোশ (Prokaryotic Cell) :
যেসকল কোশে নিউক্লীয় পর্দা, উক্লিয়োলাস ও নিউক্লিয়োপ্লাজম না থাকায় নিউক্লিয়াসটি সংগঠিত হয় না এবং কোশে দাযুক্ত অঙ্গাণু অনুপস্থিত, তাদের প্রোক্যারিয়োটিক কোশ বলে।
উদাহরণ—ব্যাকটেরিয়া (যেমন— Escherichia coli), নীলাভ সবুজ শৈবাল (যেমন— Nostoc Sp.) প্রভৃতি।
ইউক্যারিয়োটিক কোশ (Eukaryotic cell) :
যেসকল কোশে চারটি অংশযুক্ত সংগঠিত নিউক্লিয়াস, এবং পর্দাযুক্ত বিভিন্ন অঙ্গাণু উপস্থিত এবং যাদের ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত, তাদের ইউক্যারিয়োটিক কোশ বলে।
উদাহরণ—সকল প্রাণী এবং প্রায় সকল উদ্ভিদকোশ (নীলাভ সবুজ শৈবাল ব্যতীত)।
বহুকোশী জীবে শারীরবৃত্তীয় কাজ অনুসারে দু-প্রকারের কোশ পাওয়া যায়। যথা—
1. দেহকোশ (Somatic cell) : যেসকল কোশ সমগ্র দেহ গঠনে অংশ নেয় কিন্তু সরাসরি জননে অংশ নেয় না তাদের দেহকোশ বলে।
2. জননকোশ (Reproductive cell) : যেসকল কোশ প্রত্যক্ষভাবে জননে অংশ নেয় তাদের জননকোশ বলে।
প্রোক্যারিয়োটিক ও ইউক্যারিয়োটিক কোশের পার্থক্য
নং | প্রোক্যারিয়োটিক কোশ | ইউক্যারিয়োটিক কোশ |
---|---|---|
১ | নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ওনিউক্লীয়োপ্লাজম অনুপস্থিত থাকায় নিউক্লিয়াস সংগঠিত নয়। | নিউক্লীয় পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লীয়োপ্লাজম উপস্থিত থাকায় নিউক্লিয়াস সংগঠিত। |
২ | পর্দাঘেরা অঙ্গানু অনুপস্থিত। | বিভিন্ন পর্দা ঘেরা অঙ্গাণু (মাইটোকনড্রিয়া, গলগিবডিস প্রভৃতি) উপস্থিত। |
৩ | রাইবোজোম 70s ( 50s + 30s) প্রকৃতির। | রাইবোজোম 80s (60s + 40s) প্রকৃতির। |
৪ | ক্রোমোজোম গঠিত হয় না। কেবল DNA থাকে এবং কিছুক্ষেত্রে অহিস্টোন প্রোটিন থাকে। | DNA সামান্য RNA হিস্টোন প্রোটিনযুক্ত ক্রোমোজোম গঠিত হয়। |
৫ | মাইটোটিক অ্যাপারেটাস (স্পিন্ডিল) গঠিত হয় না। | মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয়। |
৬ | DNA -এর বিভাজনের মাধ্যমে কোশবিভাজন ঘটে। | অ্যামাইটোসিস, মাইটোসিস, ও মিয়োসিস প্রক্রিয়ায় কোশবিভাজন ঘটে। |
৭ | ফ্লাজেলা একতন্ত্ৰী হয়। | ফ্লাজেলা 9 + 2 তন্ত্রীযুক্ত হয়। |