মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা (Experiment on Mendel's Dihybrid cross)
দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কোনো প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে দ্বিসংকর জনন বলে।
(1) মেন্ডেল জনিতৃ জনু হিসাবে একটি বিশুদ্ধ হলুদ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত মটরগাছ এবং একটি সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ নেন এবং তাদের মধ্যে ইতরপরাগযোগ ঘটান।
(2) জনিতৃ জনুর ইতরপরাগযোগে উৎপন্ন বীজ থেকে F1 -জনুতে উৎপন্ন সকল মটরগাছ হলুদ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত হয়।
(3) এরপর F1 -জনুর মটরগাছের স্বপরাগযোগ ঘটিয়ে F2 -জনুতে চারপ্রকার বীজযুক্ত মটরগাছ পান।
সেগুলি হল—
- (a) হলুদ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত,
- (b) হলুদ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত,
- (c) সবুজ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত এবং
- (d) সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত। এদের যথাক্রমে 9 : 3 : 3 : 1 অনুপাতে দেখা যায়।
চেকারবোর্ড বা পানেটস্কোয়ারের সাহায্যে ব্যাখ্যা :
ধরা যাক, বীজপত্রের হলুদ রংয়ের জন্য জিন 'Y' এবং সবুজ রংয়ের জন্য ‘y’। আবার বীজের গোলাকার আকৃতির জন্য জিন ‘R’ এবং কুঞ্চিত আকৃতির জন্য জিন ‘r’।
F2 -জনুতে ফেনোটাইপের অনুপাত : হলুদ ও গোল বীজযুক্ত মটরগাছ : হলুদ ও কুঞিত বীজযুক্ত মটরগাছ : সবুজ ও গোল বীজযুক্ত মটরগাছ : সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ = 9 : 3 : 3 : 1।
F2 -জনুতে জেনোটাইপের অনুপাত : YYRR : YY Rr : Yy RR : Yy Rr : YY rr : Yyrr : yyRR : yyRr : yyrr = 1 : 2 : 2 : 4 : 1: 2 :1: 2 :1
মেন্ডেলের সিদ্ধান্ত :
(1) পৃথকীকরণ : F1 -জনুতে গ্যামেট গঠনের সময় অ্যালিলগুলি পৃথক হয়ে যায়।
(2) স্বাধীনবিন্যাস : একটি চরিত্রের কোনো অ্যালিল অন্য চরিত্রের যে-কোনো অ্যালিলের সাথে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এজন্য F1 -জনুর একপ্রকার ফোনোটাইপযুক্ত জীব থেকে F2 জনুতে চার প্রকারের ফেনোটাইপযুক্ত জীব পাওয়া যায়।