ব্যাকটেরিয়োফাজ
ব্যাকটেরিয়োফাজ (Bacteriophage)
সংজ্ঞা (Definition) :
ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ব্যাঙাচির মতো আকৃতিযুক্ত ভাইরাসকে ব্যাকটেরিয়োফাজ বা ফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বলে।
গঠন (Structure) :
ব্যাঙাচির মতো দেখতে ব্যাকটেরিয়োফাজের বিভিন্ন অংশগুলি হল :
- A. মস্তক (Head) : ২০টি ত্রিভুজাকৃতি ফলক দ্বারা গঠিত আইকোসাহেড্রাল (Icosahedral) মস্তকটি ফাঁপা এবং এর মধ্যে নিউক্লিক অ্যাসিড (DNA অথবা RNA) থাকে।
- B. গ্রীবা (Neck) : মস্তকের পর ছোটো গ্রীবা থাকে যাতে একটি বেষ্টনী (গ্রীবাকলার) থাকে।
- C. পুচ্ছ (Tail) : গ্রীবার পরবর্তী লম্বা পুচ্ছ অংশের ভিতরে পুচ্ছনলকে ঘিরে সংকোচনশীল প্রোটিনযুক্ত আবরণ থাকে।
- D. পাদ বা প্রান্তফলক (Base plate) : পুচ্ছের শেষে ষড়ভুজাকৃতি পাদফলকটিতে ছটি কাঁটা (স্পাইক) এবং ছটি পুচ্ছসুত্র থাকে।
উদাহরণ (Examples ) : T1,T3,T2,T4,M13, MS2, কলিফাজ Fd, λ -(ল্যামডা) ফাজ, Φ X174 প্রভৃতি।
তাৎপর্য ( Significance) :
(1) রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিনাশ : আমাশয়, টাইফায়েড, প্লেগ, কলেরা প্রভৃতি রোগের জীবাণুকে কিছু ফাজ ভাইরাস আক্রমণ করে ধ্বংস করে। তাই ওইসকল ভাইরাসকে উপকারী ভাইরাস বলে।
(2) গবেষণা : বিভিন্ন ব্যাকটেরিয়োফাজ বিভিন্ন জেনেটিক গবেষণায়, যেমন- গরম DNA পুনঃসংযুক্তি প্রভৃতিতে কাজে লাগে ।