স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (Autonomic Nervous System) :
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন স্নায়ু ও প্রান্তীয় স্নায়ুগ্রন্থি দ্বারা গঠিত যে পৃথক স্নায়ুতন্ত্র প্রধানত দেহস্থ আন্তর-যন্ত্রের অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি ও গ্রন্থিসমূহের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাকে স্বয়ংক্রিয় বা আন্তরযন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলে।
এটি দু-প্রকারে হয়, যথা—
(1) স্বতন্ত্র বা সিমপ্যাথেটিক (Sympathetic) স্নায়ুতন্ত্র : এর স্নায়ুগুলি সুষুম্নাকাণ্ডের বক্ষখণ্ডক (1- 12) ও কটিখণ্ডক (1-2) থেকে উৎপন্ন হয় এবং সংশ্লিষ্ট সুষুম্না স্নায়ুর সাথে যুক্ত থাকে।
(2) পরাস্বতন্ত্র বা প্যারাসিমপ্যাথেটিক (Parasympathetic) স্নায়ুতন্ত্র : এর স্নায়ুগুলি মস্তিষ্কের টেকটাম ও মেডালা এবং সুষুম্নাকাণ্ডের ত্রিকাস্থি খণ্ডক (2-4) থেকে উৎপন্ন হয় এবং III, VII, IX ও X নং করোটিয় স্নায়ু এবং সংশ্লিষ্ট সুষুম্না স্নায়ুর সাথে যুক্ত থাকে ।
কাজ :
- (i) অন্তর্জগতের স্থিতাবস্থা বজায় রাখে।
- (ii) বিভিন্ন গ্রন্থির ক্ষরণ, শ্বসন, সংবহন, পরিপাক, রেচন, হৃৎস্পন্দন প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
- (iii) স্বতন্ত্র ও পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কার্যাবলি পরস্পরবিরোধী। যেমন— স্বতন্ত্র স্নায়ুতন্ত্র লালাগ্রন্থির ক্ষরণ হ্রাস করে, তারারন্ধ্রকে প্রসারিত করে প্রভৃতি। অপরদিকে পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র লালাগ্রন্থির ক্ষরণ বাড়ায়, তারারষ্ন্ত্রকে সংকুচিত করে প্রভৃতি ।