গ্লাইকোসাইড (Glycosides)
গ্লাইকোসাইড (Glycosides):
শর্করা থেকে উৎপন্ন কার্বনযুক্ত একপ্রকার রেচন পদার্থ হল গ্লাইকোসাইড।
যেমন-ডিজিটালিস গাছের পাতায় উপস্থিত ডিজিটালিন, স্ট্রপেনথাসের বীজে উপস্থিত স্ট্রপেনথিন ইত্যাদি। এগুলি হার্দ উদ্দীপক ঔষধরূপে ব্যবহৃত হয়।