একটি পুকুরের বাস্তুতন্ত্র
একটি পুকুরের বাস্তুতন্ত্র (Ecosystem of a Pond )
একটি পুকুরের বাস্তুতন্ত্রের উপাদানগুলি নিম্নরূপ :
A. অজীব উপাদান :
(a) ভৌত উপাদান : সূর্যালোক, উম্মতা, জল, মাটি ও জলে দ্রবীভূত বায়ু
(b) অজৈব পদার্থ : ক্যালশিয়াম, নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম প্রভৃতি লবণ।
(c) জৈব পদার্থ : মৃত উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহ (হিউমিক অ্যাসিড)।
B. সজীব উপাদান :
(a) উৎপাদক :
- (i) ফাইটোপ্লাঙ্কটন-ভলভক্স স্পাইরোগাইরা প্রভৃতি শৈবাল।
- (ii) মাটিতে আবদ্ধ পদ্ম, শালুক, হাইড্রিলা, পাতাশেওলা প্রভৃতি এবং
- (iii) ভাসমান কচুরিপানা, অ্যাজোলা প্রভৃতি।
(b) খাদক :
- (i) প্রাথমিক খাদক : জুপ্লাঙ্কটন, জলজ কীটপতঙ্গ ও তাদের লার্ভা ডাফনিয়া, সাইক্লপস প্রভৃতি।
- (ii) গৌণ খাদক : ছোটো ছোটো মাছ, চিংড়ি, জলজ অন্যান্য পতঙ্গ প্রভৃতি।
- (iii) প্রগৌণ খাদক : বড়ো মাছ (শাল, বোয়াল), সাপ, বক প্রভৃতি ।
(c) বিয়োজক : বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া ।
পুকুরের বাস্তুতন্ত্রের গঠন :
- (1) পুকুরের বাস্তুতন্ত্রের বিভিন্ন উৎপাদক (ভলভক্স, পদ্ম, হাইড্রিলা, কচুরি প্রভৃতি) পরিবেশ থেকে বিভিন্ন অজৈব উপাদানগুলি গ্রহণ করে। উৎপাদকেরা সৌরশক্তি সহায়তায় খাদ্য তৈরি করে। এইভাবে উৎপাদকের দেহ গঠিত হয়।
- (2) পুকুরের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদকগুলি (জুপ্লাঙ্কটন, জলজ কীট ও তাদের লার্ভা প্রভৃতি) উৎপাদককে ভক্ষণ করে নিজেদের দেহ গঠন করে।
- (3) এরপর গৌণ খাদকগুলি (ছোটো মাছ, জলজ পতঙ্গ প্রভৃতি) প্রাথমিক খাদকদের ভক্ষণ করে নিজেদের দেহ গঠন করে। এইভাবে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ শ্রেণির গৌণ খাদককে গ্রহণ করে দেহ গঠন করে।
- (4) মৃত্যুর পর উৎপাদক ও খাদকদের দেহ বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিয়োজিত হয়ে অজৈব উপাদানে পরিণত হয়; যেগুলি উৎপাদক পুনরায় গ্রহণ করতে পারে।
পুকুরের গভীরতা এবং আলোর উপর ভিত্তি করে গভীর পুকুরের তিনটি আছে—
- (i) লিটারেল জোন (অগভীর অঞ্চল),
- (ii) লিমনেটিক জোন (মাঝের অ ও
- (iii) প্রোফান্ডেল জোন (গভীর অঞ্চল)।
প্লাঙ্কটন (Plabkton) : জলে ভাসমান আণুবীক্ষণিক জীব।
ফাইটোপ্লাঙ্কটন (Phytolankton) : জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ। মন—ভলভক্স, ক্ল্যামাইডোমানাস।
জুপ্লাঙ্কটন (Zooplankton) : জলে ভাসমান আণুবীক্ষণিক প্রাণী। যেমন- প্রোটোজোয়া, ডাফনিয়া ৷
নেকটন (Nekton) : জলের বিভিন্ন স্তরে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় এমন প্রাণী। যেমন–চিংড়ি, হাঙর, মাছ।
বেনথস (Benthos ) : জলের নীচের তলায় বাস করে এমন প্রাণী। যেমন—শামুক, ঝিনুক।
নিউসটন (Neuston) : শরীরের কিছুটা অংশ জলের উপরে রেখে সাঁতার কেটে বেড়ায় এমন প্রাণী। যেমন—মাকড়সা, জলজ পতঙ্গ।
ফ্লোরা ও ফণা (Flora and Fauna) : একটি বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা ও সকল প্রাণীগোষ্ঠীকে ফণা বলে।