মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তসংবহন
মানব হৃৎপিন্ডের মধ্য দিয়ে রক্তসংবহন (Blood circulation through human heart):
হৃৎপিন্ডের প্রাচীরের পেশির স্বতঃস্ফূর্ত সংকোচন-প্রসারণের ফলে নির্দিষ্ট সময় অন্তর (0.8 সেকেন্ড) হৃৎপিন্ডের অলিন্দ এবং নিলয়ের সংকোচন (Systole) ও প্রসারণ (Diastole) ঘটে এবং এর ফলে রক্ত হৃৎপিন্ডের মধ্যে নিম্নলিখিতভাবে সংবাহিত হয়।
- 1) অলিন্দদ্বয়ের প্রসারণের (0.7 সাকেন্ড) সময় উর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে সারা দেহের দূষিত রক্ত এবং করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিন্ডের প্রাচীর থেকে দূষিত রক্ত দক্ষিণ অলিন্দে প্রবেশ করে। একইসময়ে চারটি ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ বাম অলিন্দে প্রবেশ করে।
- 2) এরপর রক্তপূর্ণ অলিন্দদ্বয়ের সংকোচন (0.1 সেকেন্ড) ঘটে। এর দক্ষিণ অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিশীর্ষ কপাটিকা ঠেলে নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত দ্বিশীর্ষ কপাটিকা ঠেলে বাম নিলয়ে প্রবেশ করে।
- 3) অলিন্দদ্বয়ের সংকোচনের পূর্ব থেকেই নিলয়দ্বয়ের প্রসারণ (0.5 সেকেন্ড) শুরু হয় এবং অলিন্দের সংকোচন ও নিলয়ের প্রসারণ একসাথে শেষ হয়।
- 4) এরপর রক্তপূর্ণ নিলয়ের সংকোচন (0.3 সেকেন্ড) শুরু হয় এবং তৎক্ষণাৎ অলিন্দ নিলয় কপাটিকাগুলি শব্দ করে (L-U-B-B) বন্ধ হয়ে যায়। দক্ষিণ নিলয় থেকে দূষিত রক্ত অর্ধচন্দ্রাকার (semilunar) পালমোনারি কপাটিকা ঠেলে ফুসফুসীয় ধমনিতে প্রবেশ করে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত অর্ধচন্দ্রাকার অ্যায়োটিক কপাটিকা ঠেলে মহাধমনিতে প্রবেশ করে। এরপর আবার নিলয়ের প্রসারণ শুরু হলে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি শব্দ করে (D-U-P) বন্ধ হয়।
এইভাবে অলিন্দ ও নিলয়ের পর্যায়ক্রমিক সংকোচন-প্রসারণের ফলে হৃৎপিন্ডের মধ্যে রক্ত সংবাহিত হয়।