সুপ্রজননবিদ্যা এবং মেন্ডেল
বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা (Genetics) এবং মেন্ডেল (Mendel) :
জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন বৈশিষ্ট্যের জনিত্ব জীব থেকে অপত্য জীবে সঞ্চারণ সম্পর্কে জ্ঞানলাভ করা হয়, তাকে বংশগতিবিদ্যা বলে।
গ্রেগর জোহান মেন্ডেল (Gregor Johann Mendel, 1822-1884 ) প্রথম বংশগতির নিয়ম ও সূত্রগুলি আবিষ্কার ও বিশ্লেষণ করেন। তাই তাঁকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়। অস্ট্রিয়ার গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ধর্মযাজক হন এবং এইসময় তিনি মটরগাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কে কতকগুলি সিদ্ধান্তে উপনীত হন। বংশগতি সম্পর্কে মেন্ডেলের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও সূত্রগুলিকে একসাথে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম (Mendelism) বলে।
পরবর্তীকালে যেসকল বিজ্ঞানী বংশগতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন আবিষ্কার করেছেন তাদের মধ্যে কয়েকজন হলেন ডি গ্রিস (De Vries, 1900), মর্গান (Morgan, 1901), মুলার (Muller, 1927), নিরেনবার্গ (Nirenberg, 1968) এবং ড হরগোবিন্দ খোরানা (Dr. Hargobind Khorana, 1968)।