গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি
গিনিপিগে মেন্ডেলীয় বংশগতি (Mendelian inheritance in Guineapig )
বিভিন্ন প্রাণীর (গিনিপিগ, ড্রসোফিলা প্রভৃতি) মধ্যেও মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষা চালিয়ে একই ধরনের ফলাফল পাওয়া গেছে। নিম্নে গিনিপিগের একসংকর জননের একটি পরীক্ষা বর্ণনা করা হল।
(1) একটি বিশুদ্ধ কালোবর্ণের গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদাবর্ণের গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে সবই কালোবর্ণের গিনিপিগ পাওয়া যায়।
(2) প্রথম অপত্য জনুতে উৎপন্ন গিনিপিগগুলির থেকে একটি পুরুষ ও একটি স্ত্রী গিনিপিগের মধ্যে যৌনজনন ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে কালোবর্ণের গিনিপিগ ও সাদাবর্ণের গিনিপিগ 3 : 1 অনুপাতে উৎপন্ন হয়।
ব্যাখ্যা :
ধরা যাক, কালোবর্ণের জন্য জিন ‘B’ এবং সাদাবর্ণের জন্য জিন ‘b’।
F2 জনুতে ফেনোটাইপের অনুপাত = কালো (75%) : সাদা (25%) = 3 : 1।
জেনোটাইপের অনুপাত BB(25% বিশুদ্ধ কালো) : Bb (50% সংকর কালো) : bb 25% সাদা) = 1 : 2 : 1।
F1 -জনুতে কালো ও সাদা উভয়ের জিনই বর্তমান থাকলেও কেবল কালো বৈশিষ্ট্য কাশ পাওয়ায় ওটি প্রকট বৈশিষ্ট্য এবং সাদা বৈশিষ্ট্যটি সুপ্ত অবস্থায় থাকে তাই এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সাদা বৈশিষ্ট্যটি F1-জনুতে প্রচ্ছন্ন থাকলেও হারিয়ে যায়নি। কারণ F2-জনুতে সাদা গিনিপিগ উৎপন্ন হয়েছে।