সূর্যালোকের উৎস ও ভূমিকা
সূর্যালোক (Sunlight) :
সূর্যালোকই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রোয়জনীয় শক্তির জোগান দেয়। সূর্য থেকে আগত সৌরশক্তি একপ্রকার তড়িৎচুম্বকীয় বিচ্ছুরিত শক্তি যা সূর্যের উত্তপ্ত কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হওয়ার সময় উৎপন্ন হয়। এই বিচ্ছুরিত শক্তি অদৃশ্য কণারূপে আসে, একে ফোটন কণা বলে এবং এর মধ্যে নিহিত শক্তিকে কোয়ান্টা বলে।
সৌরশক্তি যখন শূন্য মাধ্যমে য়ায় তখন তরঙ্গের মতো এবং যখন কোনো মাধ্যমের মধ্যে য়ায় তখন কণার মতো ব্যবহার করে।
বিচ্ছুরিত শক্তির দৃশ্যমান অংশের (সূর্যালোকের লাল (610-700 nm) এবং নীল (400-510 nm) অংশই সালোকসংশ্লেষে বেশি কার্যকারী।
সূর্যোলোকের উৎস (Source of Sunlight) :
সূর্যোলোকের একমাত্র উৎস হল সূর্য, যা তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে উদ্ভিদে পৌঁছোয়।
সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা (Role of Sunlight in Photosynthesis) :
- (i) সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা হল সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা।
- (ii) এটি ক্লোরোফিলকে সক্রিয় করে। এর ফলে উচ্চশক্তিসম্পন্ন ATP উৎপন্ন হয় যা গ্লুকোজ গঠনে প্রয়োজন।
ATP ( অ্যাডিনোসিন ট্রাইফসফেট)-এর মধ্যে শক্তি সঞ্চিত থাকতে পারে বলে একে এনার্জি কারেন্সি ( Energy Currency) বলে।