উদ্ভিদের সংবহন
উদ্ভিদের সংবহন (Circulation in Plants)
এককোশী উদ্ভিদে সংবহনের প্রয়োজন হয় না। নিম্নশ্রেণির বহুকোশী উদ্ভিদে ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় বিভিন্ন বস্তু একস্থান থেকে অন্যস্থানে পৌঁছোয়। অপরদিকে উন্নত উদ্ভিদে সংবহন কলার (জাইলেম ও ফ্লোয়েম) মাধ্যমে বিভিন্ন বস্তু সংবাহিত হয়।
উদ্ভিদের সংবহন চক্রাকার পথে হয় না বলে একে পরিবহন বা ট্রান্সপোর্টেশন (Transportation) বা কনডাকশন (Conduction) বা ট্রান্সলোকেশন (Translocation)বলে।