জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান (National Park) :
যে সকল আয়তনে বৃহৎ অরণ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীনে প্রাণী হত্যা, গাছকাটা প্রভৃতি নিষিদ্ধ এবং যেখানে, অনুমতি নিয়ে পর্যটকদের প্রবেশ করতে হয়, তাকে জাতীয় উদ্যান বা জাতীয় বনভূমি বলে।
উদাহরণ:
উত্তরপ্রদেশের করবেট, বিহারের হাজারিবাগ, মধ্যপ্রদেশের কান্হা প্রভৃতি।