পর্বতসমূহ
ভারতের পর্বতসমূহ
হিমালয়
- হিমালয় শব্দের অর্থ ‘বরফের দেশ’। এটি পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বতের একটি।
- পশ্চিমে সিন্ধু নদ থেকে এটি পূর্বের ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত। এটি ৫০০০ কিলোমিটার দীর্ঘ।
- এটি কাশ্মীর থেকে ৫০০ কিলোমিটার থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ২০০ কিলোমিটার বিস্তৃত। গড় উচ্চতা এখানে ২০০০ মিটার।
- পূর্ব হিমালয়ে পাটকই পাহাড়, নাগা পাহাড়, মিজো পাহাড়, গাড়ো পাহাড়, খাসি ও জয়ন্তিয়া পাহাড়-এগুলি পূর্বাঞ্চল নামে খ্যাত।
- পামীর, যা ‘পৃথিবীর ছাদ’ বলে পরিচিত, হিমালয় ও মধ্য এশিয়ার উচ্চতর শৃঙ্গগুলিকে যুক্ত করেছে।
- এটি তিনটি প্রধান ভাগে বিভক্ত।
উচ্চ হিমালয় বা হিমাদ্রি (The great Himalayas or the Himadri)
- এর গড় উচ্চতা ৬০০০ মিটার পর্যন্ত এবং পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি এখানে অবস্থিত। যেমন-
মাউন্ট এভারেস্ট (অথবা সাগরমাথা অথবা চোমোলংমো) | ৮৮৪৮ মি. (নেপাল) |
মাউন্ট কাঞ্চনজঙ্ঘা | ৮৫৯৮ মি. (ভারত) |
মাউন্ট মাকালু | ৮৪৮১ মি. (নেপাল) |
মাউন্ট ধবলগিরি | ৮১৭২ মি. (নেপাল) |
মাউন্ট চো ওয়ু | ৮১৫৩ মি. (নেপাল) |
মাউন্ট নাঙ্গা পর্বত | ৮১২৬ মি. (ভারত) |
মাউন্ট অন্নপূর্ণা | ৮০৭৮ মি. (নেপাল) |
মাউন্ট নাবন্দাদেবী | ৭৮১৭ মি. (ভারত) |
এখানে কিছু গিরিপথ আছে এবং তাদের উচ্চতা প্রায় ৮৫০০ মিটারের বেশি। এদের মধ্যে কয়েকটি হল হিমাচলপ্রদেশের সিপকি লা এবং বড়ো লেপচা লা, কাশ্মীরের বুর্জিল, বানিহাল , চ্যাংলা এবং জোজিল, উত্তরাখন্ডের নীতি, লিপুলেখ এবং থাগলা এবং সিকিমের জেলেপ লা এবং নাথু লা।
অবহিমালয় বা হিমাচল (Lesser Himalayas or the Himachal)
- গড় উচ্চতা ৩৭০০-৪৫০০ মিটার।
- পর্বত এবং উপত্যকা এখানে চারিদিকে বিস্তৃত (পর্বতগুলি ৫০০০মি. পর্যন্ত এবং উপত্যকাগুলি ১০০০ মিটার পর্যন্ত উঁচু)
- গুরুত্বপূর্ণগুলি হল : ধওলাধর, পিরপাঞ্জাল, নাগটিব্বা, মুসৌরি।
- গুরুত্বপূর্ণ শৈল শহর হল : সিমলা, ছৈল, রানিখেত, চক্রতা, মুসৌরি, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং।
বহিঃহিমালয় বা শিবালিক (Outer Himalayas or the Shiwaliks)
- হিমালয়ের সর্বনিম্ন অংশ (গড় উচ্চতা ৯০০-১২০০ মিটার)
- পাদদেশের পাহাড়গুলি সৃষ্টি করেছে। অবহিমালয় এবং সমভূমির মধ্যে অবস্থিত।
ট্রান্স হিমালয় অঞ্চল (Trans-Himalayan Zone)
- গ্রেট হিমালয়ের উত্তরে এই পর্বতশৃঙ্গ অবস্থিত। এটির কতকগুলি গুরুত্বপূর্ণ অংশ আছে যেমন-কারাকোরাম, লাদাখ, জঙ্কার ইত্যাদি। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2 (৮৬১১ মিটার , পাক অধিকৃত কাশ্মীর)। অন্যান্য উচ্চ শৃঙ্গগুলি হল-হিডেন শৃঙ্গ (৮০৬৮ মি.), ব্রড শৃঙ্গ (৮০৪৭ মি.), গাশের ব্রাম ১১ (৮০৩৫ মি.)।
- দীর্ঘতম হিমবাহ নুবরা উপত্যকার সিয়াচেন। যেটি ৭২ কিলোমিটার ১০ দীর্ঘ। (পৃথিবীর সব থেকে বড়ো হিমবাহ) বিয়াফো, বাটারো, হিসপার ইত্যাদি এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ হিমবাহ। মেরু অঞ্চলের বাইরে এটি সর্ববৃহৎ বরফক্ষেত্র।
উপদ্বীপীয় পর্বতসমূহ : (Peninsular Mountains)
- হিমালয়ের ভঙ্গিল পর্বত হলেও উপদ্বীপীয় পর্বতসমূহ এর অন্তর্গত নয়।
- আরবল্লী পর্বতমালা (রাজস্থান)- পৃথিবীর প্রাচীনতম পর্বতমালা। গুরুশিখর এর সর্বোচ্চ শৃঙ্গ।
- বিন্ধ্য পর্বতমালা।
- সাতপুরা পর্বতমালা- (সর্বোচ্চ শিখর ধূপগড় (১৩৫০ মিটার), পাঁচমারির নিকট)
- পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতমালা- গড় উচ্চতা ১২০০ মিটার, ১৬০০ কিলোমিটার লম্বা এর দক্ষিণাংশকে পালঘাট গ্যাপ (তামিলনাড়ু এবং কেরালার সংযোগ স্থল) দ্বারা মুল সহ্যাদ্রি থেকে পৃথক করেছে। অন্যান্য গিরিপথগুলি থালঘাট (নাসিক এবং মুম্বাই এর মধ্যে যোগসূত্র স্থাপন করেছে), ভোরঘাট (পুনা এবং মুম্বাই এর সংযোগ স্থল)
- পূর্বঘাট সর্বোচ্চ শৃঙ্গ-মহেন্দ্রগিরি (১৫০১ মিটার)
- নীলগিরি পর্বতমালা বা নীল পর্বত- পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলিত স্থল দুটি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এবং মাকুর্তি।
- উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আসাইমালাই পর্বতের আনাইমুদি (২৬৯৫ মিটার)
- ভারতের দক্ষিণতম পর্বতমালা হল কার্ডামম বা ইলাইমালাই।