ফ্রান্স
ফ্রান্স
- এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ।
- প্যারিস হল এর রাজধানী এবং ইউরো হল এর বিনিময় মুদ্রা।
- প্রধান ভাষা হল ফরাসি
- খ্রিস্ট ও ইসলাম হল প্রধান ধর্ম।
- এখানকার আবহাওয়া হল মৃদু সামুদ্রিক, ভূমধ্যসাগরীয় ও মহাদেশীয় আবহাওয়ার সংমিশ্রণ।
- এটি বিশ্বের অন্যতম প্রধান মদ্য প্রস্তুতকারী দেশ
- শেন নদীর তীরে গড়ে ওঠা প্যারিস শহর হল ফ্যাশন শিল্পের প্রধান কেন্দ্র।