ইস্ট তিমোর
ইস্ট তিমোর
- ৪২৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসানে ইস্ট তিমোর স্বাধীন্তা লাভ করে। ৪০০ বছর তাদের শাসন করেছিল পোর্তুগাল এবং ২৫ বছর তারা ইন্দোনেশিয়ার অধীনে ছিল।
- এটি ১৯৯৯ সালের ৩০শে আগস্ট স্বাধীনতা পেয়েছে। এই দ্বীপটি ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার তিমোর সমুদ্রের মধ্যে অবস্থিত।
- রাজধানী হল দিলি এবং বিনিময় মুদ্রা হল রুপিয়া।
- প্রধান ভাষা হল টিটাম এবং প্রধান ধর্মগুলি হল রোমান ক্যাথলিক ও ইসলাম।