শনি গ্রহ
এই গ্রহের নামকরণ করা হয়েছে রোমান দেবতা ‘Satura’-এর নামানুসারে। এটি সূর্য থেকে ষষ্ঠতম স্থানে রয়েছে এবং বৃহস্পতির পর দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
পরিক্রমণ- ২৯ বছর।
আবর্তন ১০.৩ ঘণ্টা।
সকলের থেকে কম ঘনত্ব বিশিষ্ট (পৃথিবীর থেকে ৩০ গুণ কম ঘনত্ব বিশিষ্ট)।
শনির অতুলনীয় বিশেষত্ব হল বলয় প্রথা (সুন্দর তিনটি ভাগে সীমা নির্ধারিত আছে)।
বৃত্তাকায় পথে এই পৃথক পৃথক বস্তু স্বাধীনভাবে ঘোরাফেরা করে। এগুলি বরফকণার সঙ্গে পাথরের ভাঙা টুকরো এবং ধুলো দিয়ে গঠিত।
এই গ্রহের ৮২টি উপগ্রহ আছে (টাইটান সবথেকে স্পষ্ট)। টাইটান হল শনির বৃহত্তম এবং সৌরগজতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ, এবং এটি বুধ গ্রহের থেকে অধিকতর বড়ো এবং এটিই সৌড়জগতে একমাত্র চাঁদ যে স্থায়ী আবহাওয়া বজায় রাখতে পারে।