বীরভূম
অবস্থান- ২৩°৩২`৩০``- ২৪°৩৫`০`` উত্তর অক্ষাংশ ৮৮°১`৪০``- ৮৭°৫`২৫`` পূর্ব দ্রাঘিমাংশ।
সদর দপ্তর- সিউড়ি।
সাব ডিভিশন- সিউড়ি সদর, বোলপুর ও রামপুরহাট।
থানা- ১৭।
শহরাঞ্চল- সাতটি (ছটি মিউনিসিপ্যালিটি, একটি সেন্সাস টাউন)
আয়তন- ৬,২৫৯ বর্গকিমি।
জনসংখ্যার ঘনত্ব- ৭৭১ (প্রতি বর্গকিমি)।
শহরবাসী (শতাংশ)- ৮.৫৭।
সাক্ষরতা (শতাংশ)- ৭০.৯০।
পুরুষ- ৭৭.৪২।
মহিলা- ৬৪.০৭।
অর্থনীতি-
জেলায় ধান, গম, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতির চাষ হয়। ধান জেলার প্রধান ফসল। প্রায় ৮০ শতাংশ জমিতে ধান চাষ হয়। আমন ধানের চাষ সর্বাধিক। জেলায় বড় শিল্প কিছু নেই। রামপুরহাট থানা এলাকায় রেশমগুটির চাষ ও রেশম বয়নের কাজ হয়। আহমেদপুরে চিনির কল আছে। বিড়ি তৈরি একটি উল্লেখযোগ্য কুটিরশিল্প।
নির্বাচিত প্রতিনিধি-
- লোকসভার আসন- ২ (বীরভূম, বোলপুর)।
- বিধানসভার আসন- ১১।
- গ্রামপঞ্চায়েত- ১,৬১১।
- আসন সংখ্যা- ১,৯০৫।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা- ৪২৫।
- জেলা পরিষদ- ১।
- আসন সংখ্যা- ৩৫।