অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
- এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। এটি পুরোপুরি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা এই মহাদেশের প্রায় মাঝ বরাবর গিয়েছে।
- এই মহাদেশ অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, ইস্ট টিমুর ও ইন্দোনেশিয়ার একটি অংশ নিয়ে গঠিত।
- এটি ক্যাপটেন জেমস কুক নামক একজন ইংরেজ সমুদ্র অভিযাত্রী ১৭৭০ সালে আবিষ্কার করেন।
- যেহেতু অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই এর আবহাওয়া উত্তর গোলার্ধে অবস্থিত মহাদেশের ঠিক বিপরীত।
- অস্ট্রেলিয়ার বেশিরভাগ স্থান শুষ্ক। এই দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অংশ সামুদ্রিক হাওয়ার পথে অবস্থিত তাই এখানে ভারী বৃষ্টিপাত হয়।
- দ্য গিবসন, দ্য সিম্পসন, দ্য গ্রেট ভিক্টোরিয়ান ও দ্য গ্রেট স্যান্ডি মরুভূমি একসাথে গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি গঠন করেছে।
- অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট কোসকুইসকো (২২২৮ মিটার)
- অস্ট্রেলিয়া মূলত কৃষিপ্রধান দেশ। সবচেয়ে উল্লেখযোগ্য শস্য হল গম। নানা ধরণের ফল উৎপন্ন হয়।
- অস্ট্রেলিয়া প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ, যেমন কয়লা, লৌহ আকরিক, বক্সাইট, ম্যাঙ্গানিজ ও টিন। কিছু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়।
- অস্ট্রেলিয়ায় কৃষিজাত ও প্রাণীজ কাঁচামাল থেকে নানা পণ্য উৎপাদিত হয়। এগুলি হল তুলা ও পশম জাত বস্ত্র, চিনি, দুগ্ধ, মাখন, চিজ ও মাংস।
- বি এস সি, এম এ, পি এইচ ডিঃ এটি অস্ট্রেলিয়ায় উপকূলবর্তী শহরগুলির ঘড়ির কাঁটার অভিমুখে সাজানো সাংকেতিক সূত্র। এই শহরগুলি হল ব্রিসবেন, সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ ও ডারউইন।
- অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ভেড়া পাওয়া যায়। মেরিনোতে পশম উৎপাদনকারী ভাড়ার সবচেয়ে বেশি প্রজনন করানো হয়।
- জনসংখ্যার দিক থেকে বড়ো থেকে ছোটো আকারে অস্ট্রেলিয়ার রাজ্যগুলি হল নিউ সাইথ ওয়েলেস্, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়ো রাজ্য হল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
- অস্ট্রালাসিয়া বলা হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে।
- অস্ট্রেলিয়ার শহরগুলিকে জনসংখ্যার ভিত্তিতে বড়ো থেকে ছোটো আকারে সাজানো এইভাবে- সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন।
- অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়ো সরোবর হল এইরে।
- নিউজিল্যান্ডের বৃহত্তম শহর হল অকল্যান্ড এবং রাজধানী হল ওয়েলিংটন।
- আবেল ওসমান হলেন প্রথম ইউরোপীয়ান যিনি নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন।
- নিউজিল্যান্ডের বৃহত্তম শৃঙ্গ হল মাউন্ট কুক (৩,৭৫৪ মিটার)
- নিউজিল্যান্ডের প্রধান কৃষিক্ষেত্র হল ক্যান্টরবেরি সমতল।