তৈল শোধনাগার
ভারতে ১৯টি তৈল শোধনাগার আছে, ১৬টি সরকারি উদ্যোগে, একটি যৌথ উদ্যোগে এবং দুটি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে। সরকারি উদ্যোগে তৈল শোধনাগারগুলি যেখানে অবস্থিত বা গড়ে উঠেছে সেগুলি হল-ডিগবয়, বঙ্গাইগাঁও, বরাউনি, হলদিয়া, কয়ালি মথুরা, কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম, মুম্বাই (২), পানিপথ, নারিমানাম, নিমানিগয় এবং তাতিপাকা। যৌথ উদ্যোগে তৈল শোধনাগারটি ম্যাঙ্গালোরে অবস্থিত। বেসরকারি উদ্যোগে শোধনাগারগুলি হল রিলায়েন্স লিমিটেডের জামনগর, গুজরাট এবং ভাদিনার, গুজরাট।
নং | তৈল শোধনাগার | |
---|---|---|
১ | হলদিয়া তৈল শোধনাগার (IOC) | |
২ | পানিপথ তৈল শোধনাগার (IOC) | |
৩ | ডিগবয় তৈল শোধনাগার (IOC) | |
৪ | গুজরাট তৈল শোধনাগার (IOC) | |
৫ | বরাউনি তৈল শোধনাগার (IOC) | |
৬ | গুয়াহাটি তৈল শোধনাগার (IOC) | |
৭ | মথুরা তৈল শোধনাগার (IOC) | |
৮ | বঙ্গাইগাঁও তৈল শোধনাগার (IOC) | |
৯ | মানালি তৈল শোধনাগার (IOC) | |
১০ | জামনগর তৈল শোধনাগার (IOC) | |
১১ | মুম্বাই তৈল শোধনাগার (HPCL) | |
১২ | বিশাখাপত্তনম তৈল শোধনাগার (HPCL) | |
১৩ | মুম্বাই তৈল শোধনাগার (BPCL) | |
১৪ | নাগাপত্তনম তৈল শোধনাগার (CPCL) | |
১৫ | কোচি তৈল শোধনাগার (কোচি রিফাইনারি লিমিটেড) | |
১৬ | নুমালগড় তৈল শোধনাগার (NRL) | |
১৭ | ম্যাঙ্গালোর তৈল শোধনাগার (MRPL) | |
১৮ | তাঁতিপাকা তৈল শোধনাগার (ONGC) | |
১৯ | এসার তৈল শোধনাগার (ESSAR) |