logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভূগোল চর্চা

ভূগোল বিশ্বের সৃষ্টিতত্ত্ব সৌরজগৎ
গ্রহসমূহ
গ্রহসমূহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সৌরজগতের কিছু তথ্য
পৃথিবী পৃথিবীর গতি অক্ষরেখা দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক সময় ও তারিখ গ্রহণ জোয়ারভাটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর গঠন কন্টিনেন্টাল ড্রিফ্‌ট থিয়োরি প্লেট টেকটোনিকস্‌ লিথোস্ফিয়ার প্রস্তর ভূমিকম্প আগ্নেয়গিরি পর্বতের শ্রেনি বিভাগ বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তর ভূমণ্ডলীয় বায়ুচাপ বেষ্টনীযুক্ত অঞ্চল বায়ুপ্রবাহ সাইক্লোন ও অ্যান্টি সাইক্লোন ঘনীভবন ও অন্যান্য সম্পর্কিত বিষয় জলবায়ু বারিমন্ডল প্রবাল প্রাচীর সামুদ্রিক ঢেউ প্রধান নদীসমূহ প্রধান হ্রদসমূহ দ্বীপসমূহ মহাসাগর ও সাগর ও উপসাগর বিশ্বের প্রধান মালভূমি বিশ্বের প্রধান উপদ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী নদীকেন্দ্রিক শহর বিশ্বের বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশ বিশ্বের ভৌগলিক পদবি বিশ্বের বিখ্যাত উপজাতি বিশ্বের বিখ্যাত দ্রষ্টব্য স্থান বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম
মহাদেশ ও দেশ সম্পর্কিত তথ্য
এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা

ভারতবর্ষ

ভারতীয় ভূগোল ভূ-প্রকৃতি পর্বতসমূহ ভারতীয় দ্বীপ সমূহ ভারতীয় নদ-নদী ভারতীয় জলবায়ু ভারতীয় মৃত্তিকা জাতীয় উদ্যান ও অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র ব্যাঘ্র প্রকল্প ভারতীয় কৃষিকার্য ভারতের খনিজসম্পদ তৈল শোধনাগার ভারতের শিল্পসমূহ নদীবাঁধ প্রকল্প
ভারতীয় পরিবহন পদ্ধতি
রেলওয়ে সড়ক পরিবহন আকাশপথ পরিবহন জলপথ পরিবহন
গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর ভারতের বিখ্যাত শৈল শহর ভারতের উপজাতি সমূহ ভারতের শিল্প শহর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ ভারতীয় অঙ্গরাজ্য ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ-নদী পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের খনিজদ্রব্য পশ্চিমবঙ্গের শিল্প

পশ্চিমবঙ্গের জেলা সমূহ

সংক্ষিপ্ত বিবরণ আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ঝাড়গ্রাম দার্জিলিং নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী

ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল


ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল (UNION TERRITORIES IN INDIA)

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  • রাজধানী- পোর্ট ব্লেয়ার
  • আয়তন- 8,249 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 380,581
  • লিঙ্গ অনুপাত- 876
  • বৃদ্ধির হার- 6.86%
  • সাক্ষরতার হার- 86.63%
  • জেলা- 3
  • ভাষা- হিন্দি, নিকোবরীয় বাংলা, মালয়ালাম, তামিল, তেলেগু
  • *. আন্দামান 204টি ও নিকোবর 19টি দ্বীপ নিয়ে গঠিত, যাদের মধ্যে আন্দামানের 36টি ও নিকোবরের 12টি দ্বীপ বসতি গড়ে উঠেছে।
  • *. ভারতের দষিশতম বিন্দু ইন্দিরা পয়েন্ট নিকোবরে অবস্থিত।
  • *. এই দ্বীপগুলিতে প্রধানত উপজাতিদের বাস। প্রধান উপজাতি হল আন্দামানের গ্রেট আন্দামানিজ, ওঙ্গ, জারোজা এবং নিকোবরের নিকোবরী ও সোম্পেন।
  • *. পর্যটন ও কৃষি হল অর্থনীতির ভিত্তি, প্রধান বন্দর পোর্ট ব্লেয়ার।
  • *. এই দ্বীপগুলিতে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়।

চন্ডীগড়

  • রাজধানী- চন্ডীগড়
  • আয়তন- 144 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 1,055,450
  • লিঙ্গ অনুপাত- 818
  • বৃদ্ধির হার- 17.19%
  • সাক্ষরতার হার- 86.05%
  • ভাষা- হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি
  • *. এটি ভারতের সবচেয়ে সুন্দর এবং পরিকল্পিত অঞ্চল। লে করবুসিয়ার নামক একজন ফরাসি স্থাপত্যবিদ এর নকশা করেছিলেন।
  • *. চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যের রাজধানী।
  • *. নানা ছোটো বড়ো শিল্প থেকে চন্ডীগড় আয় করে।

দাদরা এবং নগর হাভেলি, দমন এবং দিউ

  • রাজধানী- সিলভাসা
  • আয়তন- 603 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 585764 (২০১১ আদমসুমারী অনুযায়ী)
  • লিঙ্গ অনুপাত- 774
  • জনঘনত্ব- 970 (প্রতিঘন কিলোমিটার)
  • জেলা- 3টি
  • ভাষা- গুজরাতি, কোংকনি, হিন্দি
  • লোকসভা- 2টি
  • *. এটি 79% উপজাতি বিশিষ্ট একটি গ্রামীণ এলাকা।
  • *. সমগ্র এলাকার 40% বনভূমি।

দিল্লি

  • রাজধানী- দিল্লি
  • আয়তন- 1,483 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 1,67,87,941
  • লিঙ্গ অনুপাত- 868
  • বৃদ্ধির হার- 21.21%
  • সাক্ষরতার হার- 86.21%
  • জেলা- 9
  • ভাষা- হিন্দি, পাঞ্জাবি, উর্দু এবং ইংরেজি।
  • *. সরকারি ভাবে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল যেটি যমুনা নদীর তীরে অবস্থিত নতুন দিল্লি নিয়েও গঠিত। এটি জনসংখ্যায় মুম্বাই-এর পর দ্বিতীয় জনবহুল এবং আয়তনে বৃহত্তম শহর। পৃথিবীতে এটি অষ্টম জনবহুল শহর।
  • *. বাগপথ, গুরগাঁও, শোনপথ, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়াজ, বৃহত্তর নয়ডা এবং অন্যান্য শহর নিয়ে প্রায় 2.22 কোটি জনবহুল বিশিষ্ট।
  • *. এর প্রশাসনিক কাজগুলি বিভিন্ন রাজ্যের মতোই হয়।
  • *. এর উত্তর-পশ্চিম ও দক্ষিণে হরিয়ানা এবং পূর্বে উত্তরপ্রদেশ। ব্রিটিশ শাসনকালে এটি পাঞ্জাবের অন্তর্গত ছোটো এবং এখনও ঐতিহাসিক সাংস্কৃতিক ভাবে পাঞ্জাবের সঙ্গে যুক্ত।
  • *. এটি যমুনার বন্যাবিধৌত সৃষ্ট সমভূমি ও দিল্লি শৈলশিরা নিয়ে গঠিত। হিন্দুদের পবিত্র নদী যমুনা দিল্লির একমাত্র নদী। দিল্লি শৈলাকারী দক্ষিণে আরবল্লী থেকে শুরু হয়েছে এবং এটি শহরকে পশ্চিম-উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমে ঘিরে রয়েছে।
  • *. এর দৈর্ঘ্য 51.9 কিমি এবং প্রস্থ 48.48 কিমি। বৃক্ষের সংখ্যায় ভারতের শহরগুলির মধ্যে দিল্লি তৃতীয় বৃহত্তম।
  • *. পৃথিবীর দূষণযুক্ত দশটি শহরের তালিকায় স্থান আছে যেখানে 70% দূষণই হয় যানবাহনের দ্বারা। 1996 সালে মানুষের স্বার্থে ভারতের সুপ্রিমকোর্ট দূষণ নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং বিকল্প জ্বালানির ব্যবহারে দিল্লি আন্তর্জাতিক পুরষ্কার জিতেছে।
  • *. দিল্লিতে যানবাহন সর্বাপেক্ষা বেশি যা মিলিতভাবে মুম্বাই, কলকাতা ও চেন্নাই-এর যানবাহন অপেক্ষা বেশি।

লাক্ষাদ্বীপ

  • রাজধানী- কাভারাত্তি
  • আয়তন- 30 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 64,473
  • লিঙ্গ অনুপাত- 946
  • বৃদ্ধির হার- 6.30%
  • সাক্ষরতার হার- 91.85
  • ভাষা-
  • *. লাক্ষাদ্বীপ হল 25টি প্রবাল দ্বীপের সমষ্টি, এটি ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল।
  • *. নারকেল এখানকার প্রধান ফসল।
  • *. মৎস্যশিকার এখানকার প্রধান কাজ।

পুদুচেরি

  • রাজধানী- পুদুচেরি
  • আয়তন- 490 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 1,24,7953
  • লিঙ্গ অনুপাত- 1037
  • বৃদ্ধির হার- 28.08%
  • সাক্ষরতার হার- 85.85%
  • জেলা- 4
  • ভাষা- তামিল, তেলগু, মালয়ালাম, ইংরেজি ও ফরাসি।
  • *. এটি চারটি জেলা নিয়ে গঠিত পূর্বের একটি ফরাসি অধিকৃত অঞ্চল। সেপ্টেম্বর 2006 এর নাম পন্ডিচেরী থেকে পুদুচেরী হয়। পুদিচেরীর অর্থ হল ‘নতুন গ্রাম’
  • *. এর অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। এটি বঙ্গোপসাগরের পন্ডিচেরি, করাইকল, জনম এবং আরব সাগরের মাহে এই চারটি জেলা নিয়ে গঠিত। পন্ডিচেরি ও করাইকল উভয়ই আয়তন ও জনবসতিতে বেশি। এবং তামিলনাড়ুর পাশে অবস্থিত। জনম, মাহে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কেরালার পাশে অবস্থিত।
  • *. এগুলির ভৌগোলিক অবস্থান পূর্বের ফরাসি আমলের জন্য হয়েছে।
  • *. পুদুচেরি একমাত্র স্থল যেখানের সরকারি ভাষা ফরাসি।
  • *. নাগরিকদের ইচ্ছানুযায়ী সংবিধানে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর (এখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে)

  • রাজধানী- শ্রীনগর (গ্রীষ্মকালীন) এবং জম্মু (শীতকালীন)
  • আয়তন- 1,35,332 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 12,27,1,176
  • লিঙ্গ অনুপাত- 889
  • বৃদ্ধির হার- 23.64%
  • সাক্ষরতার হার- 67.16%
  • জেলা- 20
  • ভাষা- কাশ্মীরি, ডোগরী, উর্দু, পাহাড়ি, পাঞ্জাবি, বাল্টি, গুজরি, দাদরি।
  • *. জম্মু ও কাশ্মীর-এর দক্ষিণে হিমাচল প্রদেশ ও পাঞ্জাব, উত্তর ও পূর্বে আন্তর্জাতিক চিন সীমান্ত, এবং উত্তর-পশ্চিম এবং পশ্চিমে পাকিস্থানের গিলগিট-বল্টস্তান।
  • *. জম্মু-কাশ্মীরকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে-জম্মু, কাশ্মীর উপত্যকা এবং লাদাখ। শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী, জম্মু শীতকালীন রাজধানী। আবার কাশ্মীর উপত্যকা পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত।
  • *. সিন্ধু, বিলাস, চেনাব ইত্যাদি এখানকার প্রধান নদ-নদী। হিমালয়ের হিমবাহগুলির অনেক কয়টি কাশ্মীরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৭৫৩ মিটার গড় উচ্চতা বিশিষ্ট। ৭০ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ হিমালয়ের দীর্ঘতম হিমবাহ।
  • *. জম্মু কাশ্মীর অনেকগুলি উপত্যকা অবস্থিত যথা-কাশ্মীর উপত্যকা, চেনাব উপত্যকা, পুঞ্জ উপত্যকা সিন্ধু উপত্যকা ইত্যাদি। প্রধান কাশ্মীর উপত্যকা ১০০ কি.মি চওড়া এবং ১৫৫২০.৩ বর্গকিলোমিটার এলাকা বিশিষ্ট।
  • *. হিমালয় কাশ্মীর উপত্যকাকে লাদাখ থেকে আলাদা করেছে আবার পিরপাঞ্জাল রেঞ্জ উপত্যকার পশ্চিম থেকে দক্ষিণে বিরাজমান থেকে উত্তর ভারতে বিভিন্ন সমভূমি থেকে আলাদা করেছে। উপত্যকার উত্তর থেকে পূর্বে হিমালয়ের প্রধান রেঞ্জ অবস্থিত। এই অপূর্ব উপত্যকার সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা ১৮৫০ মিটার, কিন্তু পিরপাঞ্জাল রেঞ্জের গড় উচ্চতা ৫০০০ মিটার। কাশ্মীরে কৃষি বা চাষ আবাদ ছাড়াও এখানকার মানুষ কার্পেট তৈরি, শাল তৈরি, কাঠের কাজ ইত্যাদি হস্তশিল্পে নিযুক্ত। কাশ্মীরকে পৃথিবীর “স্বর্গ” বা “ভূ-স্বর্গ” বলা হয়।

লাদাখ

  • রাজধানী- লাদাখ
  • আয়তন- 86,904 বর্গকিলোমিটার
  • জনসংখ্যা- 2,70,126 জন (২০০১ অনুযায়ী)
  • জেলা- 2টি (লেহং ও কার্গিল)
  • ভাষা- লাডাখি ও তীব্বতীয়
  • *. লাডাখ বার লা-দ্বাগস ২০১৯ সালে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রীয় শাসিত অঞ্চল রূপে ঘোষণা করা হয়েছে। কুনলুন পর্বত শ্রেণী এবং দক্ষিণ হিমালয় দ্বারা বেষ্টিত। এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভূত।