পূর্ব বর্ধমান
- সদর দপ্তর- বর্ধমান।
- সাব ডিভিশন- কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ।
- থানা- ২০।
- শহরাঞ্চল- ৬৬ (দুটি মিউনিসিপ্যাল করপোরেশন, ৯টি মিউনিসিপ্যালিটি, ৫৫টি সেন্সাস টাউন ছাড়াও তিনটি শহরাঞ্চল আছে)
- গ্রাম- ২,৪৩৮।
- আয়তন- ৫,৪৩২.৬৯ বর্গ কিমি।
- জনসংখ্যা- ৪৮,৩৫,৫৩২।
- জনসংখ্যার ঘনত্ব- ৮৯০ (প্রতি বর্গ কিমিতে)।
- সাক্ষরতা (শতাংশ)- ৭৪.৭৩
নির্বাচিত প্রতিনিধি (দুই বর্ধমান)-
- লোকসভার আসনঃ ৩ (আসানসোর, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব ছাড়াও বিষ্ণুপুর ও বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বর্ধমানের কয়েকটির বিধানসভা কেন্দ্র রয়েছে।)
- বিধানসভার আসন-২৫।
- গ্রাম পঞ্চায়েত-৩,১৭২।
- আসন সংখ্যা- ৩,৬০০।
- পঞ্চায়েত সমিতির আসন সংখ্যাঃ ৭৪৯।
- জেলা পরিষদ-১।
- আসন সংখ্যা- ৬৭।
জেলায় ১৬টি পুলিশ স্টেশন, ৮টি ডেভেলপমেন্ট ব্লক, ২টি মিউনিসিপ্যাল করপোরেশন ও ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। জেলার আসানসোল, কুলটি ভানোয়ারা, জামুরিয়া, জেমারি, রানিগঞ্জ, আমকুলা, মুরগাথল, রঘুনাথচক ও বল্লভপুর মিলে গড়ে উঠেছে আসানসোল শহরাঞ্চল। আর দুর্গাপুর, আরাহ, বামুনারা, আমলাজোড়া, কাঁকসা, পানাগড়, মানকর, শিবপুর, অন্ডাল, উখরা, কাজেরা, পান্ডবেশ্বর, ইছাপুর ও মাধাইগঞ্জ নিয়ে গড়ে উঠেছে দুর্গাপুর শহরাঞ্চল।