জোয়ারভাটা (Tides)
সমুদ্রের জলের ওঠা-নামা-র ঘটনাকে বলা হয়। যদিও সূড়্রয ও চন্দ্র উভয়েই পৃথিবীর উপর তাদের মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে, যার ফলে জোয়ারভাটা হয়, কিন্তু চাঁদ অবস্থানগতভাবে পৃথিবীর কাছে থাকার জন্য জোয়ারভাটার উপর নিয়ন্ত্রণ বেশি রাখে।
দুটি জোয়ারভাটার মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা ১৬ মিনিট।
ভরা কোটাল
যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই লাইনে আসে তখন মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর উপর সবচেয়ে বেশি প্রয়োগ হয় কারণ সূর্য ও চন্দ্রের মিলিত শক্তি এখানে কাজ করে। এই সময় বিশাল ঢেউ উৎপন্ন হয়, তাকে ভরা কোটাল বলা হয়। এটি মাসে দুবার হয়ে থাকে, একবার অমাব্যায় যখন সূর্য ও চাঁদ একই সঙ্গে থাকে আর-একবার যখন এরা আলাদা থাকে।
মরা কোটাল
যখন চন্দ্র ও সূর্য একে অপরের বিপরীত দিকে থাকে এবং ত্রিকোণ সৃষ্টি করার জন্য সবচেয়ে কম ঢেউ উৎপন্ন হয়। প্রথম পক্ষ ও তৃতীয় পক্ষে এই খটনা ঘটে যখন সূর্যের শক্তিতে উৎপন্ন হওয়া জোয়ারকে সমান বা প্রশমিত করে, এর ফলে কম ঢেউ উৎপন্ন হয়, তাকে মরা কোটাল বলে।