logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভূগোল চর্চা

ভূগোল বিশ্বের সৃষ্টিতত্ত্ব সৌরজগৎ
গ্রহসমূহ
গ্রহসমূহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সৌরজগতের কিছু তথ্য
পৃথিবী পৃথিবীর গতি অক্ষরেখা দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক সময় ও তারিখ গ্রহণ জোয়ারভাটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর গঠন কন্টিনেন্টাল ড্রিফ্‌ট থিয়োরি প্লেট টেকটোনিকস্‌ লিথোস্ফিয়ার প্রস্তর ভূমিকম্প আগ্নেয়গিরি পর্বতের শ্রেনি বিভাগ বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তর ভূমণ্ডলীয় বায়ুচাপ বেষ্টনীযুক্ত অঞ্চল বায়ুপ্রবাহ সাইক্লোন ও অ্যান্টি সাইক্লোন ঘনীভবন ও অন্যান্য সম্পর্কিত বিষয় জলবায়ু বারিমন্ডল প্রবাল প্রাচীর সামুদ্রিক ঢেউ প্রধান নদীসমূহ প্রধান হ্রদসমূহ দ্বীপসমূহ মহাসাগর ও সাগর ও উপসাগর বিশ্বের প্রধান মালভূমি বিশ্বের প্রধান উপদ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী নদীকেন্দ্রিক শহর বিশ্বের বিখ্যাত শিল্প সমৃদ্ধ দেশ বিশ্বের ভৌগলিক পদবি বিশ্বের বিখ্যাত উপজাতি বিশ্বের বিখ্যাত দ্রষ্টব্য স্থান বিশ্বের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম
মহাদেশ ও দেশ সম্পর্কিত তথ্য
এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা

ভারতবর্ষ

ভারতীয় ভূগোল ভূ-প্রকৃতি পর্বতসমূহ ভারতীয় দ্বীপ সমূহ ভারতীয় নদ-নদী ভারতীয় জলবায়ু ভারতীয় মৃত্তিকা জাতীয় উদ্যান ও অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র ব্যাঘ্র প্রকল্প ভারতীয় কৃষিকার্য ভারতের খনিজসম্পদ তৈল শোধনাগার ভারতের শিল্পসমূহ নদীবাঁধ প্রকল্প
ভারতীয় পরিবহন পদ্ধতি
রেলওয়ে সড়ক পরিবহন আকাশপথ পরিবহন জলপথ পরিবহন
গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর ভারতের বিখ্যাত শৈল শহর ভারতের উপজাতি সমূহ ভারতের শিল্প শহর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ ভারতীয় অঙ্গরাজ্য ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ-নদী পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের মাটি পশ্চিমবঙ্গের খনিজদ্রব্য পশ্চিমবঙ্গের শিল্প

পশ্চিমবঙ্গের জেলা সমূহ

সংক্ষিপ্ত বিবরণ আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ঝাড়গ্রাম দার্জিলিং নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী

ভারতীয় ভূগোল


অবস্থান

  • ৮°৪` উত্তর অক্ষাংশ থেকে ৩৭°৬` উত্তর অক্ষাংশে এবং পূর্ব ৬৮°৭` অক্ষাংশ থেকে ৯৭°২৫` পূর্ব অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষকে প্রায় সমান দু’ভাগে উত্তর-দক্ষিণে ভাগ করেছে।
  • ভারতের দক্ষিণতম বিন্দু (গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে) হল ইন্দিরা পয়েন্ট (৬°৪৫`) যেখানে কন্যাকুমারীকা কেপ কমোরিন নামে পরিচিত হল ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু।
  • ৮২°৩০` পূর্ব অক্ষাংশ ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়, যেহেতু এটি ভারতের ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত (এলাহাবাদের নিকট নৈনি দিয়ে)।

আয়তন ও সীমা

  • ভারতের উত্তর-দক্ষিণে ৩২১৪ কিমি বিস্তার এবং পূর্ব-পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিমি।
  • আয়তন- ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার, পৃথিবীর মোট আয়তনের ২.৪ শতাংশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ শতাংশ ভারতবর্ষ অধিকার করে আছে।
  • ভারতের মূল ভূখন্ডের উপকূল সীমানা ৬১০০ কি.মি.। লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর উপকূল ধরে মোট উপকূল ৭৫১৬.৬ কি.মি.।
  • ভারতের মোট ভূখন্ডের
    • সমভূমি- ৪৩.৩%
    • মালভূমি- ২৭.৭%
    • উচ্চভূমি- ১৮.৬%
    • পর্বত- ১০.৭%
  • দক্ষিণে পূর্বদিকে মান্নার উপসাগর এবং পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। মোট প্রতিবেশী দেশ ৭ টি (পাকিস্থান, আফগানিস্থান, চিন, নেপাল, ভূটান, বাংলাদেশ এবং মায়ানমার)
  • ভারতীয় দ্বীপপুঞ্জগুলি বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরবসাগরের লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমনদ্বীপ দ্বীপপুঞ্জ।

রাজ্যগুলির অবস্থান সম্পর্কিত তথ্য (FACTS ABOUT POSITION OF STATES)

  • উত্তরপ্রদেশের সীমানায় সবথেকে বেশি আটটি রাজ্য আছে (উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, বিহার)। উত্তরপ্রদেশের এর পর আসাম ৭টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে।
  • কর্কটক্রান্তিরেখা ৮টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে; গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম।
  • ভারতের স্ট্যান্ডার্ড মেরিচিওন পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছেঃ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অরুণাচলপ্রদেশ।
  • নয়টি রাজ্য সমুদ্র উপকূলে অবস্থিত। রাজ্যগুলি হল-গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ।
  • দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, যথা-দমন ও দিউ এবং পন্ডিচেরী।
  • কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ শুধুমাত্র দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।

প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সীমানা সংযোগ (The Indian States on Inter-national boundaries are)
সীমান্তবর্তী পাকিস্থান জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট
সীমান্তবর্তী চিন লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ
সীমান্তবর্তী নেপাল বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ
সীমান্তবর্তী বাংলাদেশ পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অসম
সীমান্তবর্তী ভুটান পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম
সীমান্তবর্তী মায়ানমার অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম
সীমান্তবর্তী আফগানিস্থান জম্মু ও কাশ্মীর, (পাক অধিকৃত অঞ্চলে)