ভারতীয় ভূগোল
অবস্থান
- ৮°৪` উত্তর অক্ষাংশ থেকে ৩৭°৬` উত্তর অক্ষাংশে এবং পূর্ব ৬৮°৭` অক্ষাংশ থেকে ৯৭°২৫` পূর্ব অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষকে প্রায় সমান দু’ভাগে উত্তর-দক্ষিণে ভাগ করেছে।
- ভারতের দক্ষিণতম বিন্দু (গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে) হল ইন্দিরা পয়েন্ট (৬°৪৫`) যেখানে কন্যাকুমারীকা কেপ কমোরিন নামে পরিচিত হল ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু।
- ৮২°৩০` পূর্ব অক্ষাংশ ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়, যেহেতু এটি ভারতের ঠিক মাঝখান দিয়ে বিস্তৃত (এলাহাবাদের নিকট নৈনি দিয়ে)।
আয়তন ও সীমা
- ভারতের উত্তর-দক্ষিণে ৩২১৪ কিমি বিস্তার এবং পূর্ব-পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিমি।
- আয়তন- ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার, পৃথিবীর মোট আয়তনের ২.৪ শতাংশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ শতাংশ ভারতবর্ষ অধিকার করে আছে।
- ভারতের মূল ভূখন্ডের উপকূল সীমানা ৬১০০ কি.মি.। লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর উপকূল ধরে মোট উপকূল ৭৫১৬.৬ কি.মি.।
- ভারতের মোট ভূখন্ডের
- সমভূমি- ৪৩.৩%
- মালভূমি- ২৭.৭%
- উচ্চভূমি- ১৮.৬%
- পর্বত- ১০.৭%
- দক্ষিণে পূর্বদিকে মান্নার উপসাগর এবং পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। মোট প্রতিবেশী দেশ ৭ টি (পাকিস্থান, আফগানিস্থান, চিন, নেপাল, ভূটান, বাংলাদেশ এবং মায়ানমার)
- ভারতীয় দ্বীপপুঞ্জগুলি বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরবসাগরের লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমনদ্বীপ দ্বীপপুঞ্জ।
রাজ্যগুলির অবস্থান সম্পর্কিত তথ্য (FACTS ABOUT POSITION OF STATES)
- উত্তরপ্রদেশের সীমানায় সবথেকে বেশি আটটি রাজ্য আছে (উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, বিহার)। উত্তরপ্রদেশের এর পর আসাম ৭টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে।
- কর্কটক্রান্তিরেখা ৮টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে; গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম।
- ভারতের স্ট্যান্ডার্ড মেরিচিওন পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছেঃ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অরুণাচলপ্রদেশ।
- নয়টি রাজ্য সমুদ্র উপকূলে অবস্থিত। রাজ্যগুলি হল-গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ।
- দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, যথা-দমন ও দিউ এবং পন্ডিচেরী।
- কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ শুধুমাত্র দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সীমানা সংযোগ (The Indian States on Inter-national boundaries are) | |
---|---|
সীমান্তবর্তী পাকিস্থান | জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট |
সীমান্তবর্তী চিন | লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ |
সীমান্তবর্তী নেপাল | বিহার, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ |
সীমান্তবর্তী বাংলাদেশ | পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অসম |
সীমান্তবর্তী ভুটান | পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম |
সীমান্তবর্তী মায়ানমার | অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম |
সীমান্তবর্তী আফগানিস্থান | জম্মু ও কাশ্মীর, (পাক অধিকৃত অঞ্চলে) |