জাপান
জাপান
- কিছু দ্বীপপুঞ্জ নিয়ে জাপান গঠিত হয়েছে। বড়ো থেকে ছোটো এই ভাবে সাজালে চারটি প্রধান দ্বীপপুঞ্জ হল হংসু, হোক্কাইডো, ক্যুশু এবং শিকোকু।
- রাজধানী হল টোকিও যা হোংশু দ্বীপের উপর অবস্থিত।
- বিনিময় মুদ্রা হল ইয়েন।
- প্রধান প্রধান ধর্মগুলি হল বৌদ্ধধর্ম ও শিনটো ধর্ম, সরকারি ভাষা হল জাপানি।
- জাপানের প্রধান শহরগুলি হল টোকিও, ওসাকা, কোবে, কাওয়াসাকি, ওকোহামা, ক্যোটো, ফুকুওকা।
- জাপানের উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট ফুজিয়ামা
- নাগোয়া-কে ডেট্রয়েট অব জাপান বলা হয়। আসাকাকে বলা হয় ম্যানচেস্টার অব জাপান।
- ট্রপিক্যাল সাইক্লোন যা জাপানের দক্ষিণ উপকূলে প্রায়ই আছড়ে পড়ে তাকে বলা হয় টাইফুন।
- জাপান হল বিশ্বের প্রথম সারির জাহাজ, গাড়ি, স্টিল, ইলেকট্রনিক দ্রব্যাদি ও মেশিনের যন্ত্রাংশ উৎপাদক দেশ।