ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া
- এটি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ (৩০০০টির বেশি দ্বীপের সমন্বয়ে তৈরি)। প্রধান দ্বীপগুলি হল জাভা, সুমাত্রা, বালি, তিমোর ইত্যাদি।
- জাভা হল বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এর উপর অবস্থিত।
- বিনিময় নুদ্রার নাম রুপিয়া।
- প্রধান ধর্ম হল ইসলাম, খ্রিস্টধর্ম ও হিন্দুধর্ম। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম ইন্দোনেশিয়ায় বসবাস করে।
- উষ্ণমন্ডলীয় আভাওয়ায় সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়।
- প্রধান শস্য হল চাল, আখ, ফল, ভুট্টা।
- রপ্তানি হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, টিন, বক্সাইট, নিকেল ইত্যাদি।