পৃথিবীর গতি
দুই ধরণের গতি আছে-
- (১) আহ্নিক গতির ঘূর্ণন (রোটেশন)
- (২) বার্ষিক গতির আবর্তন (রিভলিউশন)
আহ্নিক গতির ঘূর্ণন বা রোটেশন-
নিজের কাল্পনিক অক্ষরেখার উপর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ও ৪০.৯১ সেকেন্ডে একবার পশ্চিম থেকে পূর্বে ঘোরে।
এই ঘূর্ণনের গতি বিষুবরেখায় প্রতি ঘণ্টায় ১৬৬৭ কিমি এবং মেরুর কাছে যত অগ্রসর হয় তা কমতে কমতে মেরুতে শূন্যে পৌঁছায়।
পৃথিবীর এই আহ্নিক গতির ঘূর্ণ্নের ফল নিম্নরূপ-
- (১) দিন ও রাত্রি হয়
- (২) ১৫° ব্যবধানে থাকা দুটি মধ্যরেখায় এক ঘণ্টার ব্যবধান।
- (৩) সমুদ্রের স্রোত ও বাতাসের দিক পরিবর্তন
উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হল ২১শে জুন আর ক্ষুদ্রতম দিন হল ২২শে ডিসেম্বর (দক্ষিণ গোলার্ধে এর উলটো)
বিষুবরেখায় দিন ও রাত্রি প্রায় সমান থাকে।
আহ্নিক গতির ঘূর্ণনবার্ষিক গতির আবর্তন (Revolution)
সূর্যের চারিদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে গতিকে বলা হয় বার্ষিক গতি। পৃথিবীর গড় কাক্ষিক গতি হল প্রতি সেকেন্ডে ২৯.৭৯ কিমি।
সময় লাগে ৩৬৫ দিন, ৫ ঘণ্টা, ৪৮ মিনিট ও ৪৫.৫১ সেকেন্ড। প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিন লাগে।
পৃথিবীর বার্ষিক গতির ঘূর্ণনের প্রভাব নিম্নরূপ-
- (১) ঋতু পরিবর্তন
- (২) বছরের বিভিন্ন সময়ে দিন-রাতের সময়কালের পরিবর্তন
- (৩) হাওয়া বলয়ের পরিবর্তন
- (৪) অক্ষাংশ নির্ণয়
আনত অক্ষরেখা (Inclined Axis):
অক্ষরেখা হল একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে গিয়েছে। এটি পৃথিবীর কক্ষপথের সমতল ভূমির থেকে ৬৬১২° কৌণিক ভাবে আনত আছে এবং উজ সমতলের সঙ্গে উল্লম্বভাবে স্থাপিত সরলরেখার সঙ্গে ২৩১২° কৌণিক ভাবে আনত আছে। দুটি ঘটনা- (১) কক্ষপথের সমতলের সঙ্গে পৃথিবীর অক্ষরেখার একটি স্থির নির্দিষ্ট কোণ এবং (২) একই দিকে অক্ষরেখার সর্বদা অবস্থা-এই দুটি বিষয় যখন পৃথিবীর গতির সঙ্গে মিলিত হয় তখন তার ফলে দিন-রাত্রির সময়কালের পরিবর্তন, ঋতু পরিবর্তন এবং বছরের বিভিন্নসময়ে সূর্যের প্রকৃতির পরিবর্তন হয়।
ঋতুসমূহ হল বছরের বিভিন্ন সময়কাল যা মূলত আবহাওয়ার অবস্থা , সৌররশ্মির সময়কাল ও তীব্রতার উপর নির্ভর করে ভাগ করা হয়। চারটি ঋতু হল-
(১) বসন্তকাল
- ২১শে মার্চ, যখন সূর্য সরাসরি বিষুবরেখার উপর বিরাজ করে। এই সময়টি উত্তর গোলার্ধের বসন্তকাল।
(২) গ্রীষ্মকাল
- ২১শে জুন, সূর্্য কর্কটক্রান্তি রেখার উপর সরাসরি অবস্থান করে। এই সময়টি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বলে পরিচিত।
(৩) শরৎকাল
- ২৩শে সেপ্টেম্বর, সূর্য বিষুবরেখায় ফিরে আসে এবং উত্তর গোলার্ধে শরৎকাল অনুভূত হয়।
(৪) শীতকাল
- ২২শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তিরেখায় আসে। তখন উত্তর গোলার্ধে শীতকাল।
বিষুব (Equinoxes)
এই দিনগুলিতে দিন ও রাত্রি সমান হয়। উক্ত দিনগুলিতে সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করে।
২১শে মার্চ- মহাবিষুব (ভারনাল ইকুইনক্স)
২৩শে সেপ্টেম্বর- জল বিষুব (অটামনাল ইকুইনক্স)
অয়নান্ত (Solistice)
বছরের এই সময়ে দিনের ও রাতের সময়কালের ব্যবধান সবচেয়ে বেশি থাকে।
এই সময়ে সূর্য-সরাসরি-অয়নবৃত্তের উপর অবস্থান করে।
২১শে জুন- উত্তরায়ণ (সামার সল্স্টিস্)
২২শে ডিসেম্বর- দক্ষিণায়ণ (উইন্টার সল্স্টিস)
নিশীথ সূর্য (Midnight Sun)
এই ঘটনাটি ৬৬১২° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে দেখা যায় (অথবা সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত অঞ্চলে), সেখানে গ্রীষ্ম ঋতুতে সূর্য দিগন্তরেখার নীচে ডুবে যায় না। এই ঘটনা পৃথিবীর অক্ষরেখা ঈষৎ কাত হয়ে থাকার জন্য হয়, এই সময় প্রতিটি গোলার্ধ সূর্যের দিকে ঈষৎ ঝোঁকা অবস্থানে থাকে। এই ঘটনা সময়কাল মেরুর দিকে পড়ে, যেখানে প্রতি বছর এটি ছয়মাস ধরে দেখা যায়।
উত্তরমেরুতে দেখা যায় ২১শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর
দক্ষিণমেরুতে দেখা যায় ২৩ শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ
পৃথিবীঃ কিছু তথ্য
বয়স | ৪,৬০,০০,০০,০০০ বছর |
মোট পৃষ্ঠদেশ অঞ্চল | ৫১,০১,০০,৫০০ বর্গকিমি |
স্থলভাগ (২৯.০৮%) | ১৪,৮৯,৫০,৮০০ বর্গকিমি |
জলভাগ (৭০.৯২%) | ৩৬,১১,৪৯,৭০০ বর্গকিমি |
মধ্যক ঘনত্ব | ৫.৫২ গ্রাম প্রতি সি. সি |
নিরক্ষীয় ব্যাস | ১২,৭৫৫ কিমি |
মেরুদেশীয় ব্যাস | ১২,৭১২ কিমি |
এসকেপ ভেলোসিটি | ১১.২ কিমি/সেকেন্ড |
ভর | ৫.৮৮০১০২৪ কেজি |
ঘনফল | ১০,৮৩,২০,৮৮,৪০,০০০ কেজি-৩ |
চন্দ্র থেকে দূরত্ব | ৩,৮২,২০০ কিমি |
পৃথিবীর সর্বোচ্চ স্থান | মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার) |
সমুদ্রের গভীরতম অংশ | প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরে ‘চ্যালেঞ্জার ডিপ’, যা ফিলিপিনসে অবস্থিত (১১,০৩৩ মিটার গভীর) |
স্থলভাগের গভীরতম অংশ | ‘ডেড সি’ (৩৯৬ মিটার গভীর) |
আহ্নিক গতির ঘূর্ণন সময় | ২৩ ঘণ্টা ৫৬ মিনিট, ৪০.৯১ সেকেন্ড |
বার্ষিক গতির আবর্তন সময় | ৩৬৫ দিন ৫ ঘণ্টা, ৪৮ মিনিট, ৪৫.৫১ সেকেন্ড |
উপগ্রহ | একটি (চন্দ্র) |
কক্ষতল থেকে অক্ষরেখার কৌণিক অবস্থান | ২৩°২৭ |
সূর্য থেকে দূরত্ব | ১৪,৯৪,০৭,০০০ কিমি |
বিষুবরেখার পরিধি | ৪০,০৭৫ কিমি |
মেরুগত পরিধি | ৪০,০২৪ কিমি |
সমুদ্রের গড় গভীরতা | ৩,৫৫৪ কিমি |
অনুসূর তারিখ | ৩-রা জানুয়ারি (সূর্যের থেকে নিকটতম দূরত্ব) |
অপসূর তারিখ | ৪ জুলাই (সূর্যের থেকে দূরতম দূরত্ব) |
কাক্ষিক পরিধি | ৯২৪,৩৭৫,৭০০ কিমি |
গড় কাক্ষিক গতি | ২৯.৭৮৩ কিমি/সেকেন্ড (১০৭.২১৮ কিমি/ঘণ্টা) |
সর্বনিম্ন পৃষ্ঠদেশ তাপমাত্রা | -৮৮° সেলসিয়াস |
মধ্যক পৃষ্ঠতল তাপমাত্রা | ১৪° সেলসিয়াস |
সর্ব্বোচ্চ পৃষ্ঠতল তাপমাত্রা | ৫৮° সেলসিয়াস |