আন্তর্জাতিক সময় রেখা (International Date Line)
এটি হল ১৮০° মধ্যরেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এলিউটিয়ান দ্বীপপুঞ্জ, ফিজি, সামোয়া ও গিলবার্ট দ্বীপপুঞ্জের দিকে সরে এসেছে।
যেসব যাত্রীরা এই সময়রেখা পশ্চিম থেকে পূর্বে (যেমন, জাপান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে) অতিক্রম করে তারা একটা দিন বাড়তি পান, অন্যদিকে যেসব যাত্রীরা এটি পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করে তাঁরা একটা দিন পিছিয়ে যান।