উত্তর আমেরিকা
উত্তর আমেরিকা
- উত্তর আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, উত্তরে আর্কটিক মহাসাগর ও দক্ষিণে ক্যারিবিয়ান সাগর ও পানামা ক্যানাল দ্বারা বেষ্টিত।
- গুরুত্বপূর্ণ পর্বতমালাগুলি হল আলাস্কা, আলেউটিয়ান, আপালাচিয়ান, ব্রুক, ক্যাসকেড, কোস্ট, রকিস, সিয়েরা নাভাডা, সিয়েরা মাদ্রে ইত্যাদি।
- উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট ম্যাককিনলে (৬১৯৪ মিটার)
- নিম্নতম স্থান হল ডেথ ভ্যালী (সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬ মিটার নীচে)
- পশ্চিম থেকে পূর্বে সাজালে বৃহত্তম লেকগুলি হল সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, ও অন্টারিও। এর মধ্যে মিচিগান পুরোপুরি আমেরিকার মধ্যেই অবস্থিত। বাকিগুলি আমেরিকা ও কানাডা জুড়ে বিস্তৃত।
- গুরুত্বপূর্ণ নদীগুলি হল কলোরাডো, কলম্বিয়া, ম্যাকেঞ্জি, মিসিসিপি, মিসৌরি, সেন্ট লরেন্স ইত্যাদি।
- গুরুত্বপূর্ণ বাঁধগুলি হল হুভার ড্যাম যা কলোরাডো নদীর উপর অবস্থিত। এটি বিশ্বের উচ্চতম বাঁধ।
- মোট ২৪,৭০৯,০০০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত যা বিশ্বের মোট স্থল্ভাগের প্রায় ১৬.৫%।
- জনসংখ্যা হল ৫২৯,৬০০,০০০-এরও বেশি।
- এই অঞ্চলে বৈচিত্র্যময় আবহাওয়া দেখা যায়।
- প্রধান ভাষাগুলি হল ইংরেজি, স্প্যানিশ ও ফরাসি।