গ্রহণ (Eclipses)
চন্দ্রগ্রহণ
- যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে চলে আসে।
- পূর্ণিমার রাত্রেই হয়ে থাকে। তবে প্রত্যেক পূর্ণিমার রাতে হয় না কারণ চাঁদের আয়তন খুবই কম এবং পৃথিবীর কক্ষপথের উপরিতলের তুলনায় চাঁদের কক্ষপথের উপরিতল ৫° বাঁকানো অবস্থানে আছে। এই কারণে প্রতি মাসে চন্দ্রগ্রহণ হয় না।
- ১ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। বেশিরভাগ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয় না। অনেক ক্ষেত্রে, এটি লালচে রং ধারণ করে। পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়া সূর্যের আলোর দিকে ও চন্দ্রের দিকে পৃথিবীর বায়ুমণ্ডল হেলে থাকে। লালচে লাগার কারণ হল, বায়ুমণ্ডল সূর্যালোকে থাকা লাল রং বেশি শোষণ করে এবং অন্য রংগুলিকে বেশি ছড়িয়ে দেয়।
সূর্যগ্রহণ
- যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে।
- আংশিক বা পূর্ণ গ্রাস হতে পারে।
- অমাবস্যার দিনে হয় যেদিন চাঁদ সূর্যের সঙ্গে এক সরলরেখায় অবস্থান করে। তবে, চন্দ্রের কক্ষপথের অবনতির জন্য প্রত্যেক অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না।