দার্জিলিং
- অবস্থান- ২৭°১`- ৮৮°১০` উত্তর অক্ষাংশ ২৭°৩`- ৮৮°১৮` পূর্ব দ্রাঘিমাংশ
- সদর দপ্তর- দার্জিলিং।
- সাব ডিভিশন- দার্জিলিং সদর, কালিম্পং, কার্সিয়াং ও শিলিগুড়ি।
- থানা- ১৭
- শহরাঞ্চল- নটি (চারটি মিউনিসিপ্যালিটি, একটি মিউনিসিপ্যাল করপোরেশন, চারটি সেন্সার টাউন ছাড়াও দার্জিলিং শহর ও পাট্টবিং চা বাগান শহরাঞ্চল)
- আয়তন- ৩,১৮৯ বর্গকিমি।
- জনসংখ্যা- ১৮,৪২,০৩৪।
- জনসংখ্যা ঘনত্ব- ৫৮৫ (প্রতি বর্গকিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ৩২.৩৪।
- সাক্ষরতা (শতাংশ)- ৭৯.৯২।
- পুরুষ- ৮৫.৯৪। মহিলা- ৭৩.৭৪
পর্যটন-
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য গোটা দার্জিলিং জেলাই আকর্ষণীয়। তবে শিলিগুড়ি, কার্সিয়াং ও দার্জিলিং এই তিনটি সাব ডিভিশনেরই আলাদা আলাদা আকর্ষণ রয়েছে। শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের বৃহত্তম শহর থেকে ১৩ কিমি দূরে রয়েছে টাইগার হিল।