|
|
|
১ |
ভাকরা নাঙ্গাল প্রকল্প |
পাঞ্জাবের শতদ্রু নদীর উপর। ভারতের উচ্চতম। উচ্চতা ২২৬ মিটার জলাশয়টি গোবিন্দ সাগর নামে পরিচিত। |
২ |
মান্ডি প্রকল্প |
হিমাচল প্রদেশের বিপাশা নদীর উপর। |
৩ |
চম্বল ভ্যালী প্রকল্প |
মধ্যপ্রদেশ এবং রাজস্থানের চম্বল-এর উপর। গান্ধী সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ, জওহর সাগর বাঁধ। |
৪ |
দামোদর ভ্যালী প্রকল্প |
বিহারের দামোদরে নদীর উপর নির্মিত। U. S. A টেনিসির ভ্যালীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। |
৫ |
হীরাকুঁদ |
উড়িষ্যার মহানদীর উপর পৃথিবীর দীর্ঘতম বাঁধ নির্মিত (দৈর্ঘ্য ৪৮০১ মি.) |
৬ |
রিহান্দ |
মিজাপুরের শোননদীর উপর নির্মিত, এই জলাশয়টিকে বলা হয় গোবিন্দ বল্লভ পন্থ জলাশয়। |
৭ |
কোশি প্রকল্প |
উত্তর বিহারের কোশি নদীর উপর নির্মিত |
৮ |
ময়ূরাক্ষী প্রকল্প |
পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত |
৯ |
কাঁকরাপাড়া প্রকল্প |
গুজরাটের তাপ্তি নদীর উপর |
১০ |
নিজাম সাগর প্রকল্প |
মাজরা নদীর উপর অরুণাচল প্রদেশে |
১১ |
নাগার্জুন সাগর প্রকল্প |
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর নির্মিত |
১২ |
তুঙ্গভদ্রা |
অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক সরকারের যৌথ উদ্যোগে তুঙ্গভদ্রা নদীর উপর। |
১৩ |
শিব-সমুদ্রম প্রকল্প |
কর্ণাটকের কাবেরী নদীর উপর নির্মিত ভারতের সবথেকে পুরোনো এই প্রকল্পটি নির্মিত। |
১৪ |
টাটা হাইডাল স্কিম |
মহারাষ্ট্রের ভীমা নদীর উপর |
১৫ |
কন্দা এবং পেরিয়ার প্রকল্প |
তামিলনাড়ুতে অবস্থিত |
১৬ |
ফারাক্কা প্রকল্প |
পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপর নির্মিত। বিদ্যুৎ তৈরি ও জলসেচ ছাড়াও এটা পলিসরিয়ে সহজে নৌকা জাহাজ চলাচলে সাহায্য করে। |
১৭ |
উকাই প্রকল্প |
গুজরাটের উকাই গ্রামের কাছে তাপ্তী নদীর উপর নির্মিত |
১৮ |
মাহী প্রকল্প |
গুজরাটের মাহী নদীর উপর নির্মিত |
১৯ |
সালাল প্রকল্প |
জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত। |
২০ |
প্রকল্প |
উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে নির্মিত |
২১ |
থিয়েন প্রকল্প |
পাঞ্জাবের রাভি নদীর উপর নির্মিত |
২২ |
পং বাঁধ |
পাঞ্জাবের বিপাশা নদীর উপর নির্মিত |