মালয়েশিয়া
মালয়েশিয়া
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়া উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত।
- এর রাজধানী হল কুয়ালালামপুর এবং এর বিনিময় মুদ্রা হল মালয়েশিয়ান ডলার।
- প্রধান ধর্ম হল ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্ম।
- মালায়া, ইংরেজি, চাইনিজ ও তামিল হল মুখ্য ভাষা।
- মালয়েশিয়া হল রবার, টিন, পাম তেল ও কাঠের মুখ্য উৎপাদক।
- মুখ্য শহরগুলি হল কুয়ালালামপুর, আইপো, জহর বাহারু ও মেলাকা।