কালিম্পং
- সদর দপ্তর- কালিম্পং
- শহরাঞ্চল- ১
- গ্রাম- ২
- আয়তন- ১,০৫৩.৬০ বর্গ কিমি
- জনসংখ্যা- ২,৫১,৬৪২
- জনসংখ্যার ঘনত্ব- ৮৩৩ (প্রতি বর্গকিমিতে)।
- শহরবাসী (শতাংশ)- ৯.১০
- সাক্ষরতা (শতাংশ)- ৭৫.৪৯
- পুরুষ- ৮১.৫২, মহিলা- ৬৯.০৮
২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভেঙ্গে আত্মপ্রকাশ করে রাজ্যের ২১-তম জেলা কালিম্পং। কালিম্পং মিউনিসিপ্যালিটি এবং কালিম্পং ১ ও ২ এবং গরুবাথান ডেভেলপমেন্ট ব্লক নিয়ে গড়ে উঠেছে এই জেলা।